ভবিষ্যতের রাজনীতিবিদ ওয়ার্নার?

ছবি:

অবসরে যাওয়ার আগেই এরপরে কি নিয়ে ব্যস্ত থাকবেন সেটা নিয়ে ভাবনা শুরু করে দিয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার।
বর্তমানে বাঁহাতি এই ওপেনারের বয়স ৩১ বছর। সব কিছু ঠিক থাকলে আরও পাঁচ সাত বছর ক্রিকেট নিয়েই ব্যস্ত থাকবেন এই অজি। কিন্তু ক্রিকেটকে বিদায় দেয়ার পর তিনি আর ক্রিকেট নিয়ে থাকবেন না।

এমনটাই জানিয়েছেন ওয়ার্নার। বরং তিনি জানিয়েছেন রাজনীতিতে যোগদান করার কথা। ক্রিক ইনফো থেকে পাওয়া তথ্যমতে এমনটাই জানা গিয়েছে। তিনি বলছিলেন,
'অবসরের পর কিছু নিয়ে ব্যস্ত থাকলে খারাপ হবেনা। তবে একটা জিনিস যার প্রতি আমি ছোটবেলা থেকেই আকৃষ্ট সেটা হল রাজনীতি। আর ছোট বেলায় আমাকেই বাসার সব কাজ করা লাগতো।
কারণ মা বা কাজে ব্যস্ত থাকতেন। পরবর্তীতে আমি বাইরে কাজ করা শুরু করি কারণ আমাকে বাসার বিল দেয়া লাগতো। আমি আর আমার ভাই দুজনই বাসার ভাড়া দিতাম ছোট বেলায়।'