promotional_ad

নিজের সিদ্ধান্ত নিয়ে আত্মবিশ্বাসী মাশরাফি

promotional_ad

মাশরাফি বিন মর্তুজাকে আবারো টি টোয়েন্টি ক্রিকেটে দেখার প্রত্যাশায় অধীর আগ্রহে ছিলেন দেশের হাজারো ক্রিকেট প্রেমিরা। কিন্তু শেষ পর্যন্ত সেই আশা বিফলে গিয়েছে তাদের। মাশরাফি নিজেই সাফ জানিয়ে দিয়েছেন আর এই ফরম্যাটে ফিরছেন না তিনি। 


তবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) মাশরাফিকে ফেরাতে কম চেষ্টা করেনি। বোর্ডের কর্মকর্তারা বেশ কয়েকবার এই বিষয় নিয়ে কথা বলেছিলেন কাপ্তানের সাথে। কিন্তু বিধিবাম, নিজের সিদ্ধান্তে অটলই ছিলেন নড়াইল এক্সপ্রেস। 


আর তাই মাশরাফিকে ছাড়াই সোমবার নিদাহাস ট্রফির স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। এদিকে নিজের না ফেরার সিদ্ধান্ত নিয়ে সম্প্রতি একাত্তর টিভির সাথে কথা বলেছেন নড়াইল এক্সপ্রেস।



promotional_ad

তিনি জানিয়েছেন নিজের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি। মাশরাফি বলছিলেন,  'একেক জনের ব্যক্তিগতভাবে আত্মবিশ্বাস নিয়ে একটি কাজ করার ব্যাপার থাকে। আমি আমার জায়গায় আত্মবিশ্বাসী।'


মূলত সকলের ভালোর কথা বিবেচনা করেই সব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান ম্যাশ। তাঁর ভাষ্যমতে, 'যারা সিদ্ধান্ত নিচ্ছেন বা আলোচনা করছে বাইরে সবাই কিন্তু ভালোর জন্যই করছে। আসলে কোনটা যে ঠিক হবে সেটি অনুমান করা যায় না। তো আমার বিশ্বাস যেটি হচ্ছে বা হবে ভালোর জন্যই।'


নিদাহাস ট্রফির স্কোয়াডঃ



সাকিব আল হাসান (অধিনায়ক), ইমরুল কায়েস, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন অপু, আরিফুল হক, রুবেল হোসেন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহী, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball