promotional_ad

নতুনত্ব আনতে চান ভারতের নতুন হার্দিক পান্ডিয়া

promotional_ad

পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ভালো খেললেও ওয়ানডে ও টি-টুয়েন্টি একেবারেই অচেনা ছিলেন। বিশেষ করে ব্যাট হাতে বাউন্সারের বিপক্ষে বেশ নড়বড়ে মনে হয়েছে তাকে।


অবশ্য বল হাতে গত ছয় মাসে অনেক উন্নতি করেছেন মুম্বাইয়ের এই অলরাউন্ডার। এদিকে আসন্ন নিদাহাস ট্রফিতে অতিরিক্ত ক্রিকেটে ভেঙ্গে পড়ার আশঙ্কা থেকে কোহলি-ধোনিদের সাথে অবসর দেয়া হয়েছে কিছুটা অফ ফর্মে থাকা পান্ডিয়াকেও।


তার জায়গায় সুযোগ মিলেছে আরেক পেস বোলিং অলরাউন্ডার বিজয় শংকরের। ২৭ বছর বয়সী এই অলরাউন্ডারকে অনেকেই হার্দিকের বিকল্প হিসেবে বিবেচনা করছে। 



promotional_ad

বিজয় অবশ্য নিদাহাস ট্রফিতে সুযোগ পাওয়াকে সেভাবে দেখছেন না। টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেছেন, 'আমি কখনই নিজেকে অন্যদের সাথে তুলনা করতে চাই না। আর আমি ব্যক্তিগত ভাবে তুলনায় বিশ্বাসী নই। 


প্রত্যেক ক্রিকেটারেরই আলাদা বৈশিষ্ট্য রয়েছে। আমি চেষ্টা করি প্রতি ম্যাচেই ভালো করতে। আর আমি টি-টুয়েন্টি দলের অংশ হতে পেরে বেশ আনন্দিত। আমি সুযোগ পেলে নিজের স্বাভাবিক খেলা খেলতে চাই।'


সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ফর্মে থাকায় আসন্ন নিদাহাস ট্রফিতে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী তামিল নাড়ুর এই অলরাউন্ডার।



'আমি সম্প্রতি বল বাউন্ডারি ছাড়া করার অনুশীলন করেছি। উইকেটের চার পাশে বল মারার বিশেষ কিছু ড্রিল করছি কোচ বালাজির সাথে। ঘরোয়া ক্রিকেটের প্রতিযোগিতা গুলোতে রানের মধ্যে আছি, যা আমাকে এই সিরিজে আত্মবিশ্বাস যোগাবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball