নিদাহাস ট্রফি থেকেও ছিটকে পড়লেন ম্যাথিউস

ছবি:

শেষ পর্যন্ত নিদাহাস ট্রফি থেকেও ছিটকে পড়তে হলো শ্রীলঙ্কা ক্রিকেট দলের নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথউস। হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে এর আগে বাংলাদেশে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ এবং টি টোয়েন্টি সিরিজেও খেলতে পারেননি ম্যাথিউস।
আশা করেছিলেন হয়তো নিদাহাস ট্রফিতে ইনজুরি কাটিয়ে ফিরবেন তিনি। আর সেই লক্ষ্যে পুরোদমে অনুশীলন ক্যাম্পও চালিয়ে যাচ্ছিলেন লঙ্কান এই অলরাউন্ডার। তবে এই ক্যাম্পই কাল হয়ে দাঁড়িয়েছে ম্যাথিউসের জন্য।
জানা গেছে ট্রেনিং সেশন চলাকালীন সময়ে কাফ ইনজুরির কবলে পড়েছেন ম্যাথিউস। আর এর ফলে আসন্ন টি টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে পড়তে হয়েছে তাঁকে। আর লঙ্কান অধিনায়কের ছিটকে পড়ার বিষয়টি এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সেই বিবৃতিতে বলা হয়,
'নিদাহাস ট্রফিতে ফেরার জন্য অনেক চেষ্টা করেছিলো অ্যাঞ্জেলো। সে নিজেকে ফিট করতে কঠোর পরিশ্রম করেছে ট্রেনিং প্রোগ্রামে। তবে দুর্ভাগ্যবশত, একটি ট্রেনিং সেশনে সে কাফ ইনজুরিতে পড়েছে এবং নিদাহাস ট্রফিতে সে আর খেলতে পারছে না।'
গত বছরের জানুয়ারি থেকেই ইনজুরির সাথে লড়াই করে আসছেন ম্যাথিউস। এরপর চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে মাঠে ফিরেছিলেন তিনি। পরবর্তীতে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পরে আবারো ছিটকে পড়তে হয় তাঁকে।

উল্লেখ্য আগামী মাসের ৬ তারিখ শ্রীলঙ্কা প্রেমাদাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে নিদাহাস টি টোয়েন্টি সিরিজ। এই সিরিজে অংশ নিবে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং ভারত। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক শ্রীলঙ্কা।
নিদাহাস ট্রফি ২০১৮ এর চূড়ান্ত সূচি-
৬ই মার্চ– ভারত বনাম শ্রীলঙ্কা
৮ই মার্চ – বাংলাদেশ বনাম ভারত
১০ই মার্চ – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
১২ই মার্চ– ভারত বনাম শ্রীলঙ্কা
১৪ই মার্চ – বাংলাদেশ বনাম ভারত
১৬ই মার্চ – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
১৮ই মার্চ– ফাইনাল