'মাশরাফি সম্পূর্ণভাবে মানা করে দিয়েছে'

ছবি:

অবশেষে টি টোয়েন্টি ক্রিকেটে মাশরাফি বিন মর্তুজার ফেরা নিয়ে দেশের ক্রিকেটে যে আলোচনার ঝড় চলছিলো তার অবসান ঘটেছে আজ নিদাহাস ট্রফির স্কোয়াড ঘোষণার মধ্য দিয়ে।
মাশরাফিকে ছাড়াই আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশ্য নড়াইল এক্সপ্রেস যে ফিরছেন না সেটি তিনি নিজেই জানিয়ে দিয়েছিলেন বেশ কয়েকটি গণমাধ্যমকে।
তবে এরপরেও স্কোয়াডে মাশরাফি থাকছেন এমন গুঞ্জন ভেসে বেড়াচ্ছিলো গত কয়েকদিন থেকেই। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও হয়তো ভেবেছিলেন শেষ পর্যন্ত তাঁর অনুরোধ ফেলতে পারবেন না মাশরাফি, অবসর কাটিয়ে ফিরবেন আবারো দলের হাল ধরতে।

কিন্তু আদতে সেটি না হওয়ায় কিছুটা হতাশ বোর্ড প্রধান। দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে মাশরাফির ফেরা প্রসঙ্গে তাই পাপন বলছিলেন, 'মাশরাফির ব্যাপারে বলেছিলাম যে আগের সিরিজেই তাকে আমি ব্যক্তিগতভাবে তাকে বলেছিলাম খেলার জন্য। সে কোন আগ্রহ দেখায়নি।'
মাশরাফি সম্পূর্ণভাবে মানা করে দেয়ার কারণেই তাঁকে নিয়ে কিছু ভাবেননি নির্বাচকেরা বলে জানান বোর্ড সভাপতি। তাঁর ভাষ্যমতে, 'এবারও তার কাছে খবর পাঠানো হয়েছিলো, মিডিয়ার মাধ্যমেও দেখেছে। সে আমার জানামতে সে সম্পূর্ণভাবে না করে দিয়েছে। সেজন্য মাশরাফিকে এখানে আমরা চিন্তা করিনি।'