নিদাহাস ট্রফিতেও অনিশ্চিত সাকিব

ছবি:

আগামী মাসেই শ্রীলংকার মাটিতে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। আর এই সিরিজ দিয়েই ইনজুরি কাটিয়ে ফেরার কথা ছিল টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের।
তবে শোনা যাচ্ছে, আসন্ন এই সিরিজটিতেও হয়তো থাকছেন না তিনি। তার ইনজুরি এখনও শঙ্কামুক্ত হয়নি। যমুনা টেলিভিশনের এক প্রতিবেদন থেকে এমনটাই নিশ্চিত হওয়া গিয়েছে।
যমুনা টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখনও ইনজুরিমুক্ত নন সাকিব আল হাসান। নিদাহাস ট্রফিতে না খেলার শঙ্কা। শ্রীলংকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন সময়ে আঙ্গুলে চোট পান তিনি।

এরপর এই ইনজুরির কারণে শ্রীলংকার বিপক্ষে টেস্ট এবং টি-টুয়েন্টি সিরিজেও খেলা হয়নি তার। এছাড়াও তামিম-মুস্তাফিজদের মত পিএসএল খেলতেও জেতে পারেননি সাকিব।
এদিকে নিদাহাস ট্রফিকে সামনে রেখে সোমবার দল ঘোষণা করার কথা রয়েছে নির্বাচকদের। তখনই জানা যাবে আসন্ন সিরিজটিতে বাঁহাতি এই অলরাউন্ডার থাকছেন নাকি থাকছেন না।