পারলেন না লিটন

ছবি:

চলমান ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) ৩২তম ম্যাচে সোমবার মাঠে নেমেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।
ম্যাচটিতে শুরুতে টসে জিতে প্রাইম দোলেশ্বরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় শেখ জামাল। ব্যাট করতে নেমে লিটন এবং ইমতিয়াজের ব্যাটে শুরুটা ভালোই করে দোলেশ্বর।

উদ্বোধনী জুটিতে ৫৪ রান যোগ করার পর ইমতিয়াজ ফেরেন ৪০ রান করে। এরপর অবশ্য ফজলে মাহমুদকে সঙ্গে নিয়ে দলকে একশো রানের পুঁজি এনে দেন উইকেট রক্ষক লিটন।
সঙ্গে ফিফটিও তুলে নেন এই ডানহাতি ব্যাটসম্যান। তবে ফিটি হাঁকানর পর পরই বিদায় নেন এই ডানহাতি ব্যাটসম্যান। প্রাইম দোলেশ্বরের স্কোর বর্তমানে ৩৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫০ রান।