সবার চেয়ে এগিয়ে মাশরাফি

ছবি:

চলছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম বড় আসর ঢাকা প্রিমিয়ার লীগ (ডিপিএল)। এখন পর্যন্ত ডিপিএলে শেষ হয়েছে মোট পাঁচটি রাউন্ড।
প্রথম পাঁচ রাউন্ড শেষে দলগুলোর মধ্য দিয়ে সবচেয়ে এগিয়ে আছে আবাহনী। এখন পর্যন্ত নিজেদের পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে তারা। তবে আবাহনীর এগিয়ে থাকার পেছনে অন্যতম কারণ দলের দুই ক্রিকেটার আনামুল হক বিজয় এবং মাশরাফি বিন মর্তোজা।
ব্যাটসম্যানদের দিক দিয়ে সব থেকে বেশী রান করে এগিয়ে আছেন ব্যাটসম্যান আনামুল হক বিজয়। আর পেস বোলারদের মধ্যে সবচেয়ে বেশী উইকেট শিকার করেছেন মাশরাফি।

পাঁচ ম্যাচে ১২ উইকেট নিয়ে পেস বোলারদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন তিনি। যদিও বোলারদের মধ্যে তিনি তিন নম্বরে আছেন। ১৫ উইকেট নিয়ে বোলারদের মধ্যে সবার উপরে আছেন মোশাররফ হসেন রুবেল।
অন্যদিকে পেসার মধ্যে মাশরাফির পরে অবস্থান করছেন তরুন পেসার কাজি অনিক। মাশরাফির সমান ১২ উইকেট নিলেও এই তালিকায় ৪ নম্বরে আছেন এই পেসার।
পেসারদের মধ্যে এই তালিকায় আরও আছেন প্রাইম দোলেশ্বরের পেসার দেলওয়ার হোসেন। মোট ১১ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া?? ফরহাদ রেজা এবং শফিউল ইসলামও আছেন পেসারদের এই তালিকায়।