promotional_ad

নেই ধোনি-কোহলি, নিদাহাস ট্রফিতে কাপ্তান রোহিত

promotional_ad

নিদাহাস ট্রফিতে সিনিয়র ক্রিকেটারদের বাইরে রেখে দল ঘোষণা করেছে ভারত । ভারতীয় দলের দুই স্তম্ভ অধিনায়ক  ভিরাট কোহলি ও সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে বাইরে রেখে দল ঘোষণা করেছেন নির্বাচকরা।


এছাড়া জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমারের মত ফ্রন্ট লাইন পেসারকে বিশ্রাম দিয়া হয়েছে। অলরাউন্ডার হার্ডিক পাণ্ড্য, কুলদীপ যাদবকেও পাচ্ছে না ভারত।


দলে সুযোগ পেয়েছেন ওয়াশিংটন সুন্দর, বিজয় শংকর, মোহাম্মদ সিরাজ, দীপক হুদা ও আলোচিত উইকেট কিপার ব্যাটসম্যান রিশাভ পান্ত। তরুনদের নিয়ে গড়া দলকে ভিরাটের অবর্তমানে ভারতকে নেতৃত্ব দিবেন রোহিত শর্মা। 


promotional_ad

ভারতের নির্বাচন কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ বলেছেন, 'ক্রিকেটারদের উপর অতিরিক্ত চাপ মাথায় রেখেই নিদাহাস ট্রফির দল গঠন করা হয়েছে। বিশেষ করে পেসারদের পারফর্মেন্সের ধরে রাখার জন্যই বিশ্রাম দরকার ছিল।'


দলে উইকেট কিপার ব্যাটসম্যান এমএস ধোনি না থাকার বিষয়টি পরিস্কার করেছেন প্রসাদ। তিনি বলেছেন, 'আর এমএস ধোনিকে রাখা হয়নি তার অনুরোধের ভিত্তিতে।'


নিদাহাস ট্রফিতে ভারতের স্কোয়াডঃ


রাহুল শর্মা, রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, কেএল রাহুল, সুরেশ রায়না, মনিষ পান্ডে, দিনেশ কার্তিক, দীপক হুদা, ওয়াশিংটন সুন্দর, জুগেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, জয় শংকর, শারদুল ঠাকুর, জয়দেব উনাদকাত, মোহাম্মদ সিরাজ, রিশাভ পান্ত।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball