promotional_ad

'কেউই ফেভারিট নয়'

promotional_ad

নিদাহাস ট্রফিতে টি-টুয়েন্টি ক্রিকেটের অনিশ্চয়তায় আস্থা রাখতে চাইছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে সিরিজে কোন দলকেই ফেভারিট বলছেন না তিনি।


বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ হারলেও টাইগারদের বর্তমান ফর্ম খুব একটা ভাবাচ্ছে না তাকে। কয়েক ওভারের ম্যাচের মর ঘুরতে পারে, এই ভাবনায় আশা দেখছেন বাংলাদেশের টি-টুয়েন্টি নিউক্লিয়াস সাকিব।


যমুনা স্পোর্টসকে তিনি বলেছেন, 'টি টোয়েন্টি ফরম্যাটে আসলে আমার কোনো দলকে ফেভারিট বলে মনে হয় না। যেকোনো দল যেকোনো দলকে হারাতে পারে। ঐ দিনটি আসলে ভালো খেলার ওপর নির্ভর করে। আর পুরো ৪০ ওভারই যে ভালো খেলতে হয় সেটা না।



promotional_ad

কয়েকটা ওভারের ভেতরে আসলে খেলাটা অনেক বেশি চেঞ্জ হয়ে যায়, কয়েকটা বলেও আসলে চেঞ্জ হয়ে যায়। এই কারণে আসলে কেউ খুব বেশি ফেভারিট আছে বলে আমার মনে হয় না। সবাই যদি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি তাহলে আমাদেরও ভালো ফলাফল করার সম্ভাবনা আছে।'


তবে নিদাহাস ট্রফি সাকিবের কাছে ভিন্ন কারনে আলাদা গুরুত্ব পাচ্ছে। এই সাম্প্রতিক পারফর্মেন্স বাজে হওয়া নিদাহাস ট্রফিকে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর সুযোগ হিসেবে দেখছেন তিনি।




'এই টুর্নামেন্টেটি একদিক থেকে অনেক গুরুত্বপূর্ণ কারণ আমাদের সর্বশেষ পারফর্মেন্সটি যেহেতু অতটা ভালো ছিলো না, এখানে ভালো কামব্যাক করার সুযোগ আছে আর কামব্যাক করতে পারলে পুরো বছরটাই ভালো যাওয়ার একটা সম্ভাবনা আছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball