বোলিংয়ে মুস্তাফিজ

ছবি:

পাকিস্তান সুপার লীগে (পিএসএল) তৃতীয় আসরের পঞ্চম ম্যাচে শনিবার রাত ১০টায় মাঠে নেমেছে মাহমুদুল্লাহ রিয়াদের কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স এবং মুস্তাফিজুর রহমানের লাহোর কালান্দার্স।
ম্যাচটিতে প্রথমে উড়ন্ত সূচনা করলেও মিডেল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৯ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১১৯ রান স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয় মুস্তাফিজের দল।
কোয়েট্টার পক্ষে জোফরা আর্চার ৩টি এবং মোহাম্মদ নাওয়াজ নেন ২টি উইকেট। ১২০ রানের ছোট লক্ষ্যে এখন ব্যাট করছে সরফরাজ আহমেদের দল।

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স একাদশ-
সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসাদ শফিক, উমর আমিন, কেভিন পিটারসেন, রাইলি রুশো, মোহাম্মদ নেওয়াজ, শেন ওয়াটসন, হাসান খান, আনোয়ার আলি, রাহাত আলি, জোফরা আর্চার।
লাহোর কালান্দার্স একাদশ-
ব্র্যান্ডন ম্যাককালাম, ফখর জামান, উমর আকমল, সুনিল নারিন, ইয়াসির শাহ, ক্যামেরন ডেলপোর্ট, মুস্তাফিজুর রহমান, সোহেল আখতার, আমির ইয়ামিন, রাজা হাসান, শাহেন শাহ আফ্রিদি