দুবাইয়ে উড়ছে মুস্তাফিজের দল

ছবি:

পাকিস্তান সুপার লীগে (পিএসএল) তৃতীয় আসরের পঞ্চম ম্যাচে শনিবার রাত ১০টায় মাঠে নেমেছে মাহমুদুল্লাহ রিয়াদের কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স এবং মুস্তাফিজুর রহমানের লাহোর কালান্দার্স।
ইতিমধ্যে ম্যাচটিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের দলপতি সরফরাজ আহমেদ। তবে এখন পর্যন্ত সরফরাজের ফিল্ডিং নেয়ার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেননি তার দলের বোলাররা।
ব্যাট হাতে কোয়েট্টার বোলারদের উপর একাই তান্ডব চালিয়েছেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান সুনিল নারিন। ইনিংসের তৃতীয় ওভারে অজি পেসার শেন ওয়াটসনের এক ওভারে ২৪ রান নেন তিনি।
যদিও ১০ বলে ২৮ রান করে বিদায় নিয়েছেন তিনি। নারিন ফিরে জাওয়ার খানিক পর বিদায় নেন ফকর জামানও। যদিও ব্যাট হাতে অপরপ্রান্তে রানের চাকা সচল রাখেন দলপতি ব্রেন্ডন ম্যাককালাম।

কিন্তু দলীয় ৬০ রানে ৩০ রান করে বিদায় নেন তিনি। প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত ৭ ওভার শেষে তাদের দলীয় স্কোর ৩ উইকেটে ৭৭ রান।
কোয়েটা গ্ল্যাডিয়েটর্স একাদশ-
সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসাদ শফিক, উমর আমিন, কেভিন পিটারসেন, রাইলি রুশো, মোহাম্মদ নেওয়াজ, শেন ওয়াটসন, হাসান খান, আনোয়ার আলি, রাহাত আলি, জোফরা আর্চার।
লাহোর কালান্দার্স একাদশ-
ব্র্যান্ডন ম্যাককালাম, ফখর জামান, উমর আকমল, সুনিল নারিন, ইয়াসির শাহ, ক্যামেরন ডেলপোর্ট, মুস্তাফিজুর রহমান, সোহেল আখতার, আমির ইয়ামিন, রাজা হাসান, শাহেন শাহ আফ্রিদি