promotional_ad

মাশরাফিকে ফেরাতে বিকেএসপিতে বিসিবি কর্মকর্তারা!

promotional_ad

আন্তর্জাতিক টি টোয়েন্টিতে কি মাশরাফি ফিরছেন? এই প্রশ্নটিই এখন ভেসে বেড়াচ্ছে দেশের ক্রিকেট অঙ্গনের আনাচে কানাচে। মূলত নতুন করে এই প্রসঙ্গটি লাইম লাইটে নিয়ে এসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। 


শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশের ভরাডুবির পর মাশরাফিকে তিনি অনুরোধ করেছিলেন অবসর ভেঙ্গে এই ফরম্যাটে ফিরতে। এরপর থেকে বেশ কয়েকটি টিভি চ্যানেলই সাক্ষাৎকার নিয়েছে নড়াইল এক্সপ্রেসের।


আর সেসব সাক্ষাৎকারে বরাবরই ম্যাশ জানিয়ে এসেছেন টি টোয়েন্টিতে ফেরার ইচ্ছা তাঁর একেবারেই নেই। তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দেয়ার জন্যই নাকি এই সিদ্ধান্তে অনড়ই থাকবেন তিনি। 



promotional_ad

তবে মাশরাফি যতোই অনড় থাকুন না কেন বিসিবি কিন্তু এখনই হাল ছাড়তে নারাজ। তারই দৃষ্টান্ত দেখা গেছে বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেড বনাম শেখ জামাল ধানমন্ডির ম্যাচের পর।


এদিনের ম্যাচ শেষে বিসিবির অন্যতম দুই সদস্য ইসমাইল হায়দার মল্লিক এবং খালেদ মাহমুদ সুজনকে কথা বলতে দেখা গেছে মাশরাফির সাথে। জানা গেছে বোর্ড প্রধান পাপনই ম্যাশের সাথে তাদের কথা বলতে বলেছেন।


আর এই কথাবার্তা যে টি টোয়েন্টিতে ফেরা নিয়েই সেটি সহজেই অনুমেয়। মাশরাফিকে ফেরানোর জন্য সকল ধরণের চেষ্টাই চালিয়ে যাচ্ছে বোর্ড। শুধু বিসিবিই নয়, ম্যাশকে টি টোয়েন্টিতে আবারো দেখতে চায় দেশের কোটি কোটি ক্রিকেট ভক্তরাও। 



মাশরাফি কি বোর্ডের অনুরোধ এবং ভক্তদের ভালোবাসা এড়িয়ে যেয়ে নিজের সিদ্ধান্তে অটল থাকবেন কিনা সেটি অবশ্য এখনই বলা যাচ্ছে না। তবে মানুষটি মাশরাফি বলেই হয়তো তাঁর ফেরার সম্ভাবনা কম। কেননা কথিত আছে মাশরাফির অবসরের পেছনে এর আগে দায়ী ছিলো স্বয়ং এই বিসিবিই।


আরো স্পষ্ট করে বলতে গেলে বোর্ড প্রধান নাজমুল হাসান পাপনের কথাই উঠে আসে। সে সময় এই বিষয়টি নিয়ে আলোচনাও কম হয়নি। জানা গিয়েছিলো মাশরাফিকে পাপন নিজেই ইঙ্গিত দিয়েছিলেন টি টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দেয়ার। আর এরপর শুধু অধিনায়কত্বই নয়, মাশরাফি ছেড়ে দিলেন পুরো খেলাটাকেই! 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball