promotional_ad

একজন চায়নাম্যান কবে পাবে বাংলাদেশ?

promotional_ad

টি টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের পারফর্মেন্স বলা যায় একেবারে যাচ্ছেতাই। এখন পর্যন্ত ৭১টি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচের মধ্যে ৪৮টিতেই পরাজিত হতে হয়েছে বাংলাদেশকে। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের মাটিতে অনুষ্ঠিত টি টোয়েন্টি সিরিজেও নাস্তানাবুদ হয়েছে টাইগাররা। 


দলের এহেন হতাশাজনক পারফর্মেন্সের পর স্বভাবতই শঙ্কিত ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজা। তবে দল নিয়ে দুশ্চিন্তা থাকলেও এই অবস্থা দ্রুত কাটিয়ে ওঠার সামর্থ্য বাংলাদেশ দলের আছে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। এর জন্য সময় চাইলেন তিনি। সম্প্রতি চ্যানেল ২৪ কে দেয়া এক সাক্ষাৎকারে মাশরাফি বলেছেন, 


'তিন ম্যাচ-চার ম্যাচ হেরেছি, এর পরে তাদের ওপর বেশি চাপ দেয়া উচিৎ হবে না। কারণ তাদেরকেও অতটুকু সময় দিতে হবে যেন তারা আন্তর্জাতিক ক্রিকেটের সাথে মানিয়ে নিতে পারে। সাকিব থাকলে এত অস্থিরতা কাজ করতো না বা এত কিছুর প্রয়োজন হতো না।'



promotional_ad

দলকে নিয়ে অবশ্য এখনই খুব একটা স্বপ্ন দেখতে নারাজ টাইগার কাপ্তান। তাঁর মতে কামব্যাক করার মানসিকতা এবং ক্ষমতা দুটোই বাংলাদেশ দলের আছে। একটি সিরিজ অথবা টুর্নামেন্টে ভালো খেলতে পারলেই সেই আত্মবিশ্বাস ফিরে পাওয়া সম্ভব হবে জানিয়ে তিনি বললেন,   


'কামব্যাক আমাদের করতেই হবে। কামব্যাক করার মতো মানসিকতাও আমাদের আছে। সামনে আমাদের অনেক খেলা আছে। একটি সিরিজ অথবা টুর্নামেন্ট ভালো খেললেই দেখবেন দল পুরোপুরি পাল্টে গেছে। সুযোগ আমাদের বারবারই আসবে। তবে সেই সুযোগ আমরা কতো তাড়াতাড়ি নিতে পারি সেটাই কথা।'


তবে মাশরাফি সবথেকে বেশি আক্ষেপ করেছেন দলে একজনও ভালো মানের লেগ স্পিনার কিংবা চায়নাম্যান বোলার না থাকায়। পাশের দেশ ভারতেও রয়েছে কুলদ্বিপ যাদবের মতো একজন বিশ্বমানের চায়নাম্যান বোলার। বাংলাদেশ তেমন কাউকে পেলে  দল আরো অনেক বেশি উন্নতি করতে পারতো বলে বিশ্বাস মাশরাফির। 



তাঁর ভাষ্যমতে, 'আমাদের যদি একজন লেগ স্পিনার থাকতো বা সেই ধরণের কোনো চায়নাম্যান বোলার থাকতো তাহলে আমাদের ক্রিকেট আরো অনেক এগিয়ে যেতো। যেটা পেরেছি, কিভাবে পেরেছি সেটা খুঁজে বের করে এখন পারছি না কেন এগুলো বের করে একটা সমন্বয় করে কাজ করতে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball