নিদাহাস ট্রফি নয়, ক্যারিবিয়ানদের নিয়ে চিন্তিত মাশরাফি!

ছবি:

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী চলতি বছরের জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের।
আর এই সফরে ক্যারিবিয়ানদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা (২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি টোয়েন্টি)। সেই সফর নিয়ে এখনই আগাম বার্তা দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
তাঁর মতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে শক্ত পরীক্ষাই দিতে হতে পারে বাংলাদেশকে। বিশেষ করে ক্যারিবিয়ানদের বেশ কিছু ভালো ক্রিকেটার আছে যারা চ্যালেঞ্জে ফেলতে পারে বাংলাদেশকে বলে মনে করেন তিনি।

সময় টিভির সাথে আলাপকালে মাশরাফি এই প্রসঙ্গে বলেছেন, 'ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদেরই বিপক্ষে... ওদের কিছু খেলোয়াড় আছে যারা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, ওইটা একটা আলাদা চ্যালেঞ্জ।'
এই চ্যালেঞ্জটা যেন দলের কারো ওপরে চাপ হয়ে উঠতে না পারে সেটাই নিশ্চিত করতে চান মাশরাফি। আর তেমনটি করতে পারলে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভালো খেলা সম্ভব উল্লেখ করে কাপ্তান বলেন,
'এই চ্যালেঞ্জটা যাতে আমাদের উপর চাপ হয়ে না যায় সেটা যেনো আমরা নিশ্চিত করতে পারি তাহলে আমার কাছে মনে হয় আমরা ভালো খেলতে পারবো।'