promotional_ad

নির্ধারিত সময়ের আগেই শুরু হচ্ছে টাইগারদের ক্যাম্প

promotional_ad

সদ্য সমাপ্ত শ্রীলংকা সিরিজের ব্যর্থতা ভুলে জলদি ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্যেই আসন্ন ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে ভালো করতে মরিয়া এখন বাংলাদেশ দল। 


যেকোন মূল্যেই হোক নিজেদেরকে আবারও ক্রিকেট বিশ্বের কাছে প্রমাণ করতে হবে। তাই সব মিলিয়ে আসন্ন নিদাহাস ট্রফিকে বেশ গুরুত্বের সাথেই নিচ্ছে টাইগার ক্রিকেটাররা।


তবে টাইগার ক্রিকেটারদের চেয়ে সিরিজটাকে আরও বেশী গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। যেকারণে চলতি সপ্তাহ থেকেই টাইগারদের ক্যাম্প শুরু করতে বলেছেন তিনি। 


মঙ্গলবার বোর্ডে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে নিদাহাস কাপের জন্য ক্রিকেটারদের প্রস্তুতি ক্যাম্প। তিনি বলেন,



promotional_ad

‘স্বাভাবিকভাবে আমাদের ক্যাম্প শুরু হওয়ার কথা ছিল ২৪ বা ২৮ তারিখ থেকে। তিনদিন বা চারদিনের ক্যাম্প। আমার কাছে মনে হচ্ছে সময়টা খুবই অল্প। কারণ আমরা শ্রীলঙ্কার মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে যাচ্ছি।


আমরা এখানে যেটা খেলেছি তার থেকেও ওখানে কঠিন হওয়ার কথা। ভারতের বিপক্ষে খেলা। ওরা দারুণ ফর্মে আছে। এরকম শক্তিশালী দলের বিপক্ষে খেলা তাই এতো গা-ছাড়া ভাব থাকা যাবে না। আমাদের ঘুরে দাড়াতে হবে।’


এদিকে বোলারদের নিয়ে বিশেষ ভাবে কাজ করার জন্য বোলিং কোচ কোর্টনি ওয়ালশকেও পরামর্শ দিয়েছেন পাপন। আর পাপনের পরামর্শ মত দ্রুত কাজ শুরু করবেন ওয়ালশ বলেও জানান তিনি। তার ভাষ্যমতে,


‘কোর্টনি ওয়ালশকে বলে দিয়েছি ১৪ জনের পেসারকে নিয়ে পরশু থেকেই ক্যাম্প ডাকতে। প্রিমিয়ার ডিভিশনে যারা খেলছে তাদেরকেও। কয়েকজন ব্যাটস্যম্যান যাদের কাছ থেকে আমরা চাচ্ছি তাদের পারফরম্যান্সে উন্নতি করা যেতে পারে। এই ১৯ জনকে নিয়ে পরশু থেকেই ক্যাম্প চালু করছে। একাডেমিতে।



যেদিন যেই খেলোয়াড়ের খেলা (প্রিমিয়ার ক্রিকেটে) থাকবে সেদিন ওই খেলোয়াড়কে ছেড়ে দেবে। সেদিন সে খেলতে পারবে। ক্লাবের কোনো অসুবিধা হচ্ছে না। আমাদের এটা গুরুত্বপূর্ণ।


আমাদের ফাস্ট বোলিং হতাশাজনক ছিল এ সিরিজে। সঙ্গে ব্যাটিংও আনকমফোরটেবল মনে হয়েছে। মনে হয়নি কেউ স্বাচ্ছন্দ্যে খেলেছে। টি-টোয়েন্টিতে বিশেষ করে। এ কারণে আজকে সিদ্ধান্ত হয়েছে, ২২ তারিখ থেকে ক্যাম্প চালু হচ্ছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball