promotional_ad

'সাকিবের বদলি পাওয়া অসম্ভব'

promotional_ad

বাংলাদেশ দলে সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহর জায়গা নিশ্চিত। কয়েক বছর ধরে নিয়মিত তামিমের সাথে ওপেনিংয়ে নামা সৌম্য সরকার ওয়ানডে ও টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন বছরের শুরুতে। তাছাড়া, বাদ বাকি কারোরই জায়গা নিশ্চিত নয়।


ফলে, দলের যে জায়গায় পরিবর্তন দরকার সেখানেই পরিবর্তন এনেছেন নির্বাচকরা। মঙ্গলবার সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে একথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তাহাড়া, সাকিব-তামিমের ইনজুরিতেও কপাল খুলেছে কয়েকজন তরুণের।


তিনি জানিয়েছেন, "তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ এর চারজনের উপর ত হাত দেওয়া হয় না। আমাদের কাছ থেকে দেওয়া হয় না।  এখন তামিমের সঙ্গে ওপেন করার জন্য একজন লাগবে। এখন যারা হাত দেওয়ার তারা দিয়েছে।"


সাকব ইনজুরিতে পড়ায় বেশ বিপাকে পড়তে হয়েছিল নির্বাচকদের। এক সাকিবের বদলি দুজনকে নিতে হয়েছিল। তাছাড়া, সাকিবের বদলি পাওয়া অসম্ভব বলে মনে করেন পাপন। টি২০ সিরিজের শুরুতে তামিমের ইনজুরিও চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিল বিসিবির কপালে।



promotional_ad

এই প্রসঙ্গে তিনি বলেন, "বোলিং এর দিক থেকে আসি । বোলিং আপনি বলতে পারেন সাইফুদ্দিন আগেও খেলেছে। নতুন খালি রাহি এসেছে। আর সাকিব যখন ইনজুরিতে পড়ল। তখন সাকিবের বদলি লাগবে। তার বদলি পাওয়া তো অসম্ভব। সাকিব তো ব্যাটসম্যানও বোলারও। সাকিবের বদলি দুজন নিতে হয়েছে। পরে তামিমও নাই।"


ঘরোয়া ক্রিকেটে ভালো করায় বেশ কয়েকজনকে সুযোগ দেয়া হয়েছে বলেও জানিয়েছেন বিসিবি সভাপতি। ঘরোয়া ক্রিকেটে ভালো করলেও জাতীয় দলে সুযোগ মিলে না বলে একটা অপবাদ আছে বিসিবির নামে। সেই অপবাদ ঘুচাতেই তাদের সুযোগ দেয়া হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি।


নাজমুল হাসান বলেছেন, "দুএকটা প্লেয়ার ছিল যারা ডমেস্টিকে ভাল করেছে। আপনারই টক শোতে বলেন। নাসিরকে নিয়েছি , যদি না নিতাম তখন বলত ভাল খেলে নেয় না। বিজয় সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি করেছে। সুযোগ কিন্তু দেওয়া হয়েছে। এরকম আরও কয়েকটা প্লেয়ার আছে ডমেস্টিক ভাল খেলেছে। যেমন মেহেদী হাসান, অপু।"


তাছাড়া, নতুন খেলোয়াড়দের মধ্যে, বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু, পেসার আবু জায়েদ রাহী ও স্পিন বলিং অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুবর প্রশংসা করেছেন তিনি। তবে, দলে নাড়াচাড়া বেশি হওয়ায় দলের মধ্যে অস্থিরতা বেশি ছিল বলে মনে করেন পাপন।



"অপু ভাল বল করেছে। রাহি ভাল খেলেছে, জাকির, আফিফ। নতুন প্লেয়ার ট্রাই করেছে। একটা ম্যাচে সর্বোচ্চ চারজন নতুন খেলেছে। দুজন তো বদলি। তামিম ও সাকিব যদি থাকত তবে ত দুজনই খেলত। হয়েছে। তবে আপনাদের কনসার্ন যদি বলি নাড়াচাড়া বেশি হয়েছে। অস্থিরতা বেশি ছিল।"




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball