promotional_ad

নিদাহাস ট্রফির আগেই নতুন কোচ পাচ্ছেন সাকিব-তামিমরা?

promotional_ad

প্রধাণ কোচ ছাড়াই ত্রিদেশীয় সিরিজ এবং লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ ও টি২০ সিরিজ খেলেছে বাংলাদেশ দল। ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে উড়িয় দিয়ে দাপুটে শুরুর পর টানা হারের বৃত্তে ঘুরপাক খেয়েছে টাইগাররা।


বাংলাদেশ দলের অসহায় আত্মসমর্পনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো  অনুধাবন করতে পেরেছে যে দলকে সুসংগঠিত করতে হেড কোচের ভূমিকা কতটুকু গুরুত্বপূর্ণ।  বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন নিদাহাস ট্রফির আগেই প্রধাণ কোচ নিয়োগের চেষ্টা করছেন তারা।


নাজমুল হাসান পাপনের ভাষ্যমতে, ‘যাদের সঙ্গে কথা হচ্ছে। চেষ্টা করছি নিদহাস কাপের আগে হেডকোচ নিয়ে আসতে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’



promotional_ad

বাংলাদেশ দলকে ছন্দে ফেরাতে পেশাদার কোচের প্রয়োজনীয়তা অনুভব করছেন বিসিবি সভাপতি। এদিকে, বাংলাদেশের বিপক্ষে দাপুটে পারফরমেন্স দেখিয়ে ত্রিদেশীয় সিরিজ, টেস্ট ও টি২০ সিরিজ জিতেছে শ্রীলঙ্কা।


বিসিবি সভাপতি জানিয়েছেন কোচ পাওয়া বেশ কঠিন। তবে কোচ নিয়োগের ফাইনাল ধাপে আছেন তারা। তাছাড়া, নিদাহাস ট্রফির আগে প্রধাণ কোচ নিয়গের চেষ্টা করলেও তা নিশ্চিত নয় বলেও জানিয়েছেন তিনি।


এই প্রসঙ্গে পাপন বলেন, ‘আমরা এখনো চেষ্টা করছি। কালকেও আমরা যোগাযোগ করেছি দুজনের সঙ্গে। এখন আইপিএল ছেড়ে কেউ আসতে চায় না। কোচ পাওয়া কঠিন। আমরা ফাইনাল স্টেজে আছি। নিদহাস কাপের আছেই ত কদিন । ৮/১০ দিন এরমধ্যেই করতে হবে। সেটা পারব কিনা শিওর না, চেষ্টা করছি।।’




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball