promotional_ad

বিতর্কে স্যামি, হেইনস ও সাবেক বাংলাদেশি কোচ

promotional_ad

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (সিডব্লিউআই) সাথে দুই বছরের চুক্তি করেছেন সাবেক বাংলাদেশি কোচ রিচার্ড পাইবাস। হাই পারফর্মেন্স ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন কিছুদিন আগে বাংলাদেশের কোচ পদে আবেদন করা পাইবাস।


ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সাথে এর আগেও কাজ করার অভিজ্ঞতা আছেন পাইবাসের। তিন বছর ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্ব ছিলেন তিনি। ২০১৬ সালে দায়িত্ব থেকে অব্যাহতি দেন পাইবাস।


দুই বছর পর আবারো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে ফিরছেন এই সাবেক বাংলাদেশি কোচ। তবে নতুন করে পাইবাসের নিয়োগকে সহজভাবে নিচ্ছেন না দেশটির সাবেক ওপেনার ডেসমন্ড হেইনস ও দুইবার বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন স্যামি।



promotional_ad

হেইনস সামাজিক যোগাযোগ মাধ্যমে পাইবাসের নিয়োগ প্রক্রিয়াকে অস্বচ্ছ দাবী করেছেন। বোর্ড প্রধান ডেভ ক্যামেরনের ব্যক্তিগত ইচ্ছায় পাইবাসের চাকরি হয়েছে, এমন দাবী হেইনসের।


'বোর্ডের সভাপতি ডেভ ক্যামেরনকে এই নিয়োগ এবং কখন নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হয়েছিল সেই প্রশ্ন করা যেতে পারে।,' বলেছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১১৬ টেস্ট খেলা হেইনস।


এদিকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে পাইবাসের ফিরে আসাকে বিশ্বাস করতে পারছেন না ড্যারেন স্যামি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, 'মিথ্যা মিথ্যা... নিশ্চয় ভুয়া সংবাদ। আমি এখনও আশা করছি এই দুঃস্বপ্নটা সত্যি হবে না। তিনি সিডব্লিউআইতে ফেরত আসছেন না।'



বোর্ড অবশ্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের সমালোচনা কানে তুলছেন না। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড বোর্ডের প্রধান নির্বাহী জনি গ্রেভ বলেছেন,  'সিনিয়র ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাই পাইবাসের নিয়োগের পেছনে রয়েছেন।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball