নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি আফ্রিকা-ভারত

ছবি:

সেঞ্চুরিয়নে সিরিজের ষষ্ঠ এবং শেষ ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা এবং ভারত। শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৫ টায় শুরু হবে নিয়মরক্ষার এই ম্যাচটি।
ম্যাচটি নিয়মরক্ষার, কেননা আগেই ৪-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত। নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার প্রোটিয়াদের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছে সফরকারী দলটি।
একইসাথে অস্ট্রেলিয়ার পর ভারতই দ্বিতীয় দল যারা আফ্রিকার মাটিতে আফ্রিকাকে পাঁচ বা তার বেশি ম্যাচের ওয়ানডে সিরিজে হারিয়েছে! তবে এসব রেকর্ডে হাওয়ায় ভাসছেন না কোহলি।

ফর্মে উড়তে থাকা ভারতীয় অধিনায়ক আফ্রিকার কফিনে শেষ পেরেকটিও লাগিয়ে দিতে চান। অপরদিকে সম্মান রক্ষার জন্যই ম্যাচটি লড়বে প্রোটিয়ারা। তবে এই ম্যাচে একাদশ নিয়ে বিশ্লেষণ করতে পারে দুই দলই।
সিরিজের শেষ ম্যাচ কম গুরুত্বপূর্ণ হওয়ায় এবং কয়েকদিন পরেই টি-টুয়েন্টি সিরিজ শুরু হওয়ার কারণে ভারত ভুবনেশ্বর কুমারকে এই ম্যাচে বিশ্রাম দিতে পারে বলে আভাস পাওয়া গেছে। শেষ মুহূর্তে ভারতীয় অধিনায়ক নিজেই বিশ্রামে যেতে পারেন।
অপরদিকে একই কারণে আফ্রিকা দল থেকে বিশ্রামে থাকতে পারেন পেসার রাবাদা। তবে ক্রিস মরিস যদি ম্যাচে খেলার মতো উপযোগী হন, তবেই বিশ্রামে যেতে পারেন রাবাদা, এমন আভাস পাওয়া গিয়েছে।
দক্ষিণ আফ্রিকা (সম্ভাব্য)- হাশিম আমলা, এইডেন মার্করাম (অধিনায়ক), জে পি ডুমিনি, এবি ডি ভিলিয়ার্স, ডেভিড মিলার, হেনরিক ক্লাসেন (উইকেটরক্ষক), ক্রিস মরিস, এন্ডিল ফেহলুকওয়েও, লুঙ্গি এনগিদি, মর্নে মরকেল, তাব্রাইজ শামসী
ভারত (সম্ভাব্য)- রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, এম এস ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, হার্ডিক পান্ডিয়া, মোহাম্মদ শামি/শারদুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, কুলদিপ যাদব, যুবেন্দ্র চাহাল।