promotional_ad

টি টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড বাংলাদেশের

promotional_ad

শ্রীলঙ্কা বিপক্ষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টি টোয়েন্টিতে শুরুতে ব্যাটিং করে ১৯৩ রানের পাহাড় গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল।


এই রান গড়ার পেছনে অবশ্য মূল কৃতিত্ব দিতে হবে তিন টাইগার ব্যাটসম্যান মুশফিকুর রহিম, সৌম্য সরকার এবং মাহমুদুল্লাহ রিয়াদকে।  কেননা এই ত্রয়ীর ব্যাটিং তান্ডবেই রীতিমত দিশেহারা হতে হয়েছে লঙ্কান বোলারদের।




ওপেনিংয়ে নেমে সৌম্য খেলেছেন ৩২ বলে ৫১ রানের একটি ঝড়ো ইনিংস। এরপর মুশফিকও ব্যাট হাতে করেছেন ১ ছয় এবং ৭ চারে ৪৪ বলে ৬৬ রান। বাদ যাননি অধিনায়ক রিয়াদও।



promotional_ad



ইসুরু উদানার বলে আউট হওয়ার আগে ৩১ বলে ২টি ছয় এবং ২টি চারের সাহায্যে ৪৩ রান করেন টাইগার অধিনায়ক। এদিকে লঙ্কানদের বিপক্ষে এই বিশাল স্কোর গড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ স্কোরও গড়তে সক্ষম হয়েছে টাইগাররা। 




এর আগে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরটি ছিলো ১৯০ রানের। আয়ারল্যান্ডের বিপক্ষে ২০১২ সালে বেলফাস্টে এই স্কোর গড়েছিলো বাংলাদেশ।





তালিকায় এরপরে আছে ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ১৮৯ রানের স্কোরটি।  একই বছর পাল্লেকেলেতে লঙ্কানদের বিপক্ষে ৭ উইকেটে ১৮১ রানের দলীয় স্কোর গড়ে বাংলাদেশ।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball