promotional_ad

এবার মিরপুরের উইকেটেও আইসিসির খড়গ

promotional_ad

কিছুদিন আগে অনুষ্ঠিত বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার চিটাগাং টেস্টের উইকেটে রান হয়েছিলো ১৫শ এরও বেশি। বিপুল পরিমাণ রান হওয়ার পর এই উইকেটকে 'গড়পড়তা' ঘোষণা করেছিলো ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।


আর মাত্র চারটি ডিমেরিট পয়েন্ট পেলেই ১২ মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে। এবার আরেকটি দুঃসংবাদ শুনতে হলো বাংলাদেশকে। 


চট্টগ্রামের পর এবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামকেও একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি ডেভিড বুন জানিয়েছেন মিরপুরে অনুষ্ঠিত বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার টেস্টটির উইকেট ছিলো গড়পড়তার থেকেও বাজে ছিলো।  



promotional_ad

আর এই কারণে একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে মিরপুর স্টেডিয়ামকে। ডেভিড বুন এই প্রসঙ্গে বলেন, 'টেস্টের প্রথম দিন থেকেই বলের আঘাতে পিচ ফেটে যাচ্ছিলো, এর ফলে পুরো ম্যাচেই বাউন্স এবং টার্নের অধারাবাহিকতা দেখা গিয়েছিলো। কিছু কিছু সময় এই টার্ন ছিলো অত্যধিক।'


বুন আরো বলেন, 'এই পিচ বোলারদের জন্য অনেক কার্যকর ছিলো এবং ব্যাটসম্যানেরা তাদের স্কিল দেখানোর সুযোগ একেবারেই পায়নি।' 


আইসিসির নিয়ম অনুযায়ী আগামী পাঁচ বছরের মধ্যে আরো পাঁচটি ডিমেরিট পয়েন্ট পেলে পুরো এক বছরের জন্য শেরে বাংলা স্টেডিয়ামকে নিষিদ্ধ ঘোষণা করবে আইসিসি। 



উল্লেখ্য সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বিপক্ষে ২১৫ রানের বড় ব্যবধানে জয় পেয়েছিলো সফরকারী শ্রীলঙ্কা। এই টেস্টে তিন দিনে রান হয়েছিলো ৬৮১ এবং উইকেট পড়েছিলো ৪০ টি। 





আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball