promotional_ad

টি-টুয়েন্টির 'বাজে' তকমা হঠাতে চাইঃ রিয়াদ

promotional_ad

ওয়ানডে, টেস্টে সিরিজ হারের পর টি-টুয়েন্টির চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ দল। সম্পূর্ণ ভিন্ন ফরম্যাটে মানসিকতাও ভিন্ন রাখতে চাইছে টাইগাররা। পূর্বের ব্যর্থতা ভুলে সামনের চ্যালেঞ্জের শিহরণ অনুভব করছে বাংলাদেশ দল।


আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে বাকী দল গুলো থেকে বেশ পিছিয়ে থাকা বাংলাদেশ এই সিরিজে কিছু প্রশ্নের জবাব দিতে চায়। টি-টুয়েন্টির দুর্বল দল বাংলাদেশ, এই তকমা থেকে মুক্তি চায় বাংলাদেশ।


নতুন অধিনায়ক মাহমুদুল্লাহর জন্য সিরিজটি জবাব দেয়ার সিরিজ, নিজেদের প্রমান করার সিরিজ। 'প্রথমে একটা ক??া বলতে চাই টি-টুয়েন্টি ক্রিকেট আলাদা একটা ফরম্যাট। ডিফরেন্ট বল গেম। যদি টেম্পর কথা বলেন, ওয়ানডের টেম্পো, টেস্টের টেম্পো। যেভাবে পারফর্ম করছিলাম ঘরের মাটিতে ওই প্রত্যাশা আমরাই তৈরি করেছি সবার মনে।



promotional_ad

এবার সেই ফলটা দেখাতে পারিনি। আমার যেটা মনে হয় আমাদের টি-টুয়েন্টি সামর্থ্যের উপর একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। এই সিরিজে একটা স্ট্যাটমেন্ট দেওয়ার আছে বাকি বিশ্বকে। এই সিরিজটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য, আমাদের ক্রিকেটের জন্য। উই ওয়ান্ট টু মেইক এ স্ট্যাটমেন্ট ইনশাল্লাহ।,' বলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ।


সে জন্যই নেতা মাহমুদুল্লাহ তার দলের সদস্যদের সেরা পারফর্মেন্সটা বের করে আনতে বধ্য পরিকর। ক্রিকেটারদের উৎসাহ ও স্বাধীনতা দিতে চান তিনি। নিজেদের স্বাধীনচেতা হতে বলছেন তিনি। দলের নতুন সদস্যদের মাঠে ও মাঠের বাইরে বার্তা দিয়ে সেরা খেলাটা আদায় করে নিতে চান তিনি।  


'যেহেতু আমি দায়িত্ব  পেয়েছি আমি আমার তরফ থেকে চেষ্টা করব। যেভাবে চেষ্টা করি প্লেয়ারদের কাছ থেকে বেস্ট আউটপুট বের করে নেওয়ার। সেইম জিনিসটাই চেষ্টা করব। আপনি বিপিএলের কথা বললেন, আমি সব সময় বিলিভ করি টি-টুয়েন্টি ক্রিকেটে আপনি যদি প্লেয়ারদের মোটিভেট ও ফ্রিডমটা না দিতে পারেন।



পারফর্ম করার সুযোগ সেক্ষেত্রে অনেক কম। আমি চেষ্টা করব অফ দ্য ফিল্ড  ও অন দ্য ফিল্ড সেইম জিনিসটা। আমাদের দলে যেহেতু নতুন মুখ আছে বেশ কজন। ওদের উপর যাতে কম প্রেসার দেওয়া যায়। ওদেরকে পারফর্ম করার সুযোগটা দেব। সেটা ছোট ইনফরমেশনের মাধ্যমে হোক।, উপস্থিত বুদ্ধির মাধ্যমে হোক। দলে বেশ কজন অভিজ্ঞ প্লেয়ার আছে। আমরা সবাই মিলে চেষ্টা করব বেস্ট ক্রিকেটটা যেন খেলতে পারি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball