তামিম-মুশফিক অপেক্ষা বাড়াচ্ছে টাইগারদের

promotional_ad

সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে মাঠে নামার আগে একাদশ সাজানো নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে টাইগার টিম ম্যানেজম্যান্ট। ওপেনার তামিম ইকবাল হালকা চোট পাওয়ার কারণে এখনও তারা একাদশ সাজাতে পারেননি।


এছাড়াও উইকেট রক্ষক মুশফিকুর রহিমেরও হালকা ইনজুরি সমস্যা আছে। তাই প্রথম টি-টুয়েন্টিতে দল সাজানোর জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে বাংলাদেশ দল।


এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। বুধবার ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে এসব নিয়েই কথা বলেন তিনি। তবে টাইগার কাপ্তান আশাবাদী যে মুশফিক এবং তামিমকে নিয়েই শেষ পর্যন্ত মাঠে নামতে পারবেন তারা। তিনি বলেন,


promotional_ad

'গতকাল সে হাতের মাংসপেশীতে হালকা ব্যথা অনুভব করেছে। যেকারণে আমরা এখনো সেরা একাদশ সাজাইনি। আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করবো তামিম এবং মুশফিকের জন্য। আশা করছি কালকের ম্যাচে তাদেরকে নিয়েই একাদশ সাজাবো আমরা।'


এছাড়াও প্রতিপক্ষের একাদশ কেমন হতে পারে সেটা বিবেচনা করেও দল সাজাবেন তারা বলেও জানান রিয়াদ। তিনি আরও বলেন, 'সব কিছুই এখন অপেক্ষামান।


প্রতিপক্ষের একাদশের কথা ভেবেই আমাদের সেরা একাদশ সাজাতে হবে। তাই এখনই কোন সিদ্ধান্তে জাচ্ছিনা সব কিছুই অপেক্ষামান। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবো আমরা।'


প্রথম বারের মতো ডাক পাওয়া তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন দলে থাকবেন কিনা এমন প্রশ্নের উত্তরে মাহমুদুল্লাহ জানিয়েছেন, সবারই খেলার সম্ভাবনা প্রবল। একাদশ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। তিনি বলেন,


'দলে ১৫জন ক্রিকেটার আছে, যাদের সবারই খেলার সম্ভাবনা প্রবল। ঘুরে ফিরে একই কথা বলছি যে আমরা এখনো অপেক্ষামান। ম্যাচের দিনই দেখতে পারবেন যে আমাদের সেরা একাদশ কেমন হতে পারে।'   



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball