promotional_ad

ইনজুরিতে ছিটকে গেলেন অজি পেসার বার্ড

promotional_ad
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন অস্ট্রেলিয়ান পেসার জ্যাকসন বার্ড। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন তিনি। তার পরিবর্তে দলে ডাকা হয়েছে আরেক পেসার চাড সায়ার্সকে।
 
গত সপ্তাহে ব্রিসবেনে ঘরোয়া লিগের একটি ম্যাচে বোলিংয়ের সময় বার্ড হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন। এর ফলে আগামী তিন সপ্তাহ তাকে মাঠের ক্রিকেট থেকে দূরে থাকতে হবে বলে মনে করা হচ্ছে। এর ফলেই সায়ার্সের কপাল খুলেছে।

সুযোগ সৃষ্টি হয়েছে প্রথমবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে চড়ানোর। এদিকে অজি অধিনায়ক স্টিভেন স্মিথ জানিয়েছেন ইনজুরির কারণে দল থেকে বাদ পড়া বার্ডের জন্য হতাশার। তবে, সায়ার্স একই ধরণের বোলার হওয়ায় বেশ স্বস্তিতে আছেন অজি দলপতি।

স্টিভেন স্মিথের ভাষ্যমতে, ‘এটা জ্যাকসনের জন্য হতাশার, কিন্তু একইসাথে চাডের জন্য দারুন একটি সুযোগ। তারা দু’জনে মোটামুটি একই ধরনের বোলার। তাদের বলে দারুন সিম রয়েছে। গত দুই বছর যাবত শিল্ড ক্রিকেটে চাড যেভাবে নিজেকে প্রমান করেছে এই সুযোগটা তার প্রাপ্য ছিল।’
 
সায়ার্স শেফিল শিল্ডের গত মৌসুমে ৬২ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন। আগামী ১ মার্চ থেকে শুরু হওয়া চার ম্যাচের টেস্ট সিরিজের একাদশে জায়গা করে নিতে, সতীর্থ পেসার মিশেল স্টার্ক, জোস হ্যাজেলউড, প্যাট কামিন্স ও জায় রিচার্ডসনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে সায়ার্সকে।
 
অস্ট্রেলিয়া স্কোয়াড : স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ক্যামেরুন ব্যানক্রফট, প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকম্ব, জোস হ্যাজেলউড, জন হল্যান্ড, উসমান খাজা, ন্যাথান লিঁও, মিশেল মার্শ, শন মার্শ, টিম পাইন, জায় রিচার্ডসন, চাড সায়ার্স, মিশেল স্টার্ক।



promotional_ad




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball