হাইপারফরম্যান্স প্রোগ্রামের সময় বাড়ানোর পরিকল্পনা বিসিবির

ছবি:

বিসিবির হাই পারফরম্যান্স দলের কার্যক্রম শুরু হচ্ছে আগামী মার্চ মাসে। চলতি বছর থেকেই হাইপারফরমেন্সে দলের সময় বাড়ানোসহ বেশ কিছু নতুন কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের পারফরম্যান্সের উন্নতির জন্যই বিসিবি গঠন করেছে হাই পারফরম্যান্স দল। এর ফলে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররাও মাঠের ক্রিকেটে ব্যস্ত থাকার সুযোগ পাচ্ছেন।

দেশে এবং দেশের বাইরে নিজেদের পারফরম্যান্সের সাক্ষর রেখেছে হাই পারফরম্যান্স দল। গেল বছর জুনে অস্ট্রেলিয়ায় নর্দান টেরিটোরি একাদশের বিপক্ষে ওয়ানডে ও তিন দিনের ম্যাচের সবগুলোতেই জিতলেও আর ম্যাচ খেলার সুযোগ পাননি তারা।
তবে, আগামী মার্চ মাসে শুরু হওয়া হাইপারফরম্যান্সের কার্যক্রমে বেশ কিছু পরিবর্তন আনছে বিসিবি। এই তিন মাসের কার্যক্রমে ভালো ফল পাওয়া সম্ভব বলে মনে করেন হাইপারফরম্যান্স কমিটির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়।
এই প্রসঙ্গে তিনি বলেন, "মে মাস থেকে আমাদের প্রোগ্রাম শুরু। তারপরেও আমরা চেষ্টা করছি এইচপির প্রোগ্রামটা আরেকটু লম্বা করার। কারণ এই তিন মাসের প্রোগ্রামে ভালো ফল পাওয়াটা সম্ভব বলে আমি মনে করি না।"