promotional_ad

স্কোয়াডে থাকলেও অনিশ্চিত সাকিব

promotional_ad

আঙ্গুলের ইনজুরির কারণে গত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ এবং লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি টোয়েন্টি সিরিজে সাকিবকে রেখেই শনিবার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 


কিন্তু আশঙ্কাজনক খবর হলো টি টোয়েন্টি সিরিজেও সাকিব খেলতে পারবেন কিনা তা এখনও অনিশ্চিত। ঠিক কবে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন সাকিব তা এখনও সঠিকভাবে জানা যায়নি। 


এদিকে অ্যাপোলো হাসপাতালের সার্জনের সাথে কথা বলে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন এখনই সাকিবকে মাঠে ফেরানোর জন্য তাড়াহুড়ো করতে চাইছেন না তারা। মূলত পাঁচ থেকে সাতদিন না পার হলে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলেও জানান তিনি। দেবাশীষ বলেন, 



promotional_ad

'সাকিব যখন ফিজিওথেরাপি ও এক্সারসাইজ নেয়া শুরু করবে, তখন বুঝতে পারব পাঁচদিন লাগবে না সাতদিন। দশটার মতো সেলাই পড়েছে, ক্ষত শুকালেও কবে বলের কাছে যেতে পারবে এ নিয়ে এখনই বলা যাচ্ছে না।'


খেলার জন্য সাকিবকে খুব একটা পুশ করা হবে না বলেও জানিয়েছেন দেবাশীষ। বলেছেন,  'ওকে নিয়ে কিছুটা ভয় আছে। নিজেকে আত্মবিশ্বাসী হতে হবে। অ্যাপোলোর ডাক্তার বলেছে আস্তে আস্তে ক্ষতের সঙ্গে মানিয়ে প্রোগ্রাম সাজাতে। আমরাও তাড়াহুড়ো করবো না। খেলানোর জন্য পুশ করব না।'


শেষ পর্যন্ত আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি টোয়েন্টি সিরিজে সাকিব যদি না খেলতে পারেন সেক্ষেত্রে টি টোয়েন্টির অধিনায়কের দায়িত্ব পালন করবেন তামিম ইকবাল। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball