কৃতিত্ব হাথুরুসিংহের

ছবি:

অবশেষে ০-১ ব্যবধানে সিরিজ জিতে নিল চান্দিকা হাথুরুসিংহের শ্রীলঙ্কা। আর সিরিজ জিতে কোচের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন লঙ্কান স্পিন জাদুকর রঙ্গনা হেরাথ।
২১৫ রানে ঢাকা টেস্ট জয়ের পর সাংবাদিক সম্মেলনে এসে দলের বাকি কোচিং স্টাফদের প্রতিও কৃতজ্ঞতা ৩৯ বছর বয়সি বাঁহাতি এই স্পিন জাদুকর। তার ভাষ্যমতে,

"জয়ের কৃতিত্বটা তাদের সবার। যারা দলের পেছনে থেকে কাজ করেছে তাদেরও। বিশেষ করে সাপোটিং স্টাফ ও কোচের। আমি তাকে (হাথুরু) ১৫-১৬ বছর ধরে চিনি। ওনার ক্রিকেটীয় জ্ঞান অনেক ভালো এবং সে জানে কীভাবে তা সবার মধ্যে বিতরণ করতে হয়।"
একইসাথে লঙ্কান দলের ড্রেসিংরুমে ভালো পরিবেশ এনে দিয়েছেন হাথুরুসিংহে, এমনটাও মনে করছেন হেরাথ। যেকোনো পরিবেশে ইতিবাচক থাকার শিক্ষাটাও হাথুরুসিংহে দিয়েছেন দলকে।
"সে (হাথুরু) সব সময় দলে ভালো পরিবেশ এনে দেওয়ার চেষ্টা করে থাকে। ইতিবাচক থাকা এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলা করাই আমাদের কাছে তার প্রত্যাশা।"