বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, প্রত্যাশা ছিলো হেরাথের

ছবি:

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের মাঠ বরাবরই স্পিন সহায়ক। আর এই স্পিন সহায়ক উইকেটেই অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে টেস্টে ঘায়েল করেছিলো বাংলাদেশ। এবার লক্ষ্য ছিলো শ্রীলঙ্কাকেও একই কায়দায় পরাজিত করার। কিন্তু এবার মুদ্রার উল্টো পিঠ দেখতে হলো টাইগারদের।
লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে স্পিন সহায়ক উইকেট প্রস্তুত করে বিপাকেই পড়তে হয়েছে বাংলাদেশকে। দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের ছুঁড়ে দেয়া ৩৩৯ রানেড় লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১২৩ রানে অলআউট হয়ে গেছে স্বাগতিকরা। যেখানে বাংলাদেশের সবগুলো উইকেটই তুলে নিয়েছেন লঙ্কান স্পিনাররা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উইকেট যে একেবারেই ব্যাটিং সহায়ক ছিলো সেটি স্বীকার করেছেন দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট শিকার করা লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ। পিচ থেকে স্পিনাররা বেশি সুবিধা পেয়েছে উল্লেখ করে হেরাথ বলেন,

'সারফেস ব্যাটারদের তেমন কোন সাহায্যই করেনি। বরং স্পিনাররা অনেক সুবিধা পেয়েছেন। ব্যাট করা মোটেও সহজ ছিল না এখানে। চট্টগ্রামের তুলনায় স্পিনাররা বেশি সাহায্য পেয়েছে, অন্তত স্কোর আর ব্যাটিং গড় তাই বলছে।'
৩৩৯ রানের লক্ষ্য তাড়া করতে হয়ে বাংলাদেশ তাদের শেষ পাঁচ উইকেট হারিয়েছে মাত্র ২৩ রানের ব্যবধানে। রিয়াদ, মুশফিকদের এরূপ ব্যাটিং বিপর্যয় হতবাক করেছে হেরাথকেও। বাংলাদেশ যে করেই হোক ঘুরে দাঁড়াতে সক্ষম হবে বলে বিশ্বাস ছিলো তাঁর। হেরাথের ভাষ্যমতে,
'দুই ভাবে খেলা যেত, হয় আক্রমণাত্মক নাহয় রক্ষণাত্মক। কিন্তু আমি আশা করেছিলাম তারা ফিরে আসবে ও চেষ্টা করবে। কারণ, আমার মনে হয় এই পিচে টিকে থাকতে চাইলেও তা সম্ভব নয়।'