ক্যাচ মিসের মহড়ার শেষ কই?

ছবি:

সিরিজের প্রথম টেস্টে স্লিপে ফিল্ডিং করতে গিয়ে দুটি ক্যাচ ছেড়েছেন মেহেদী হাসান মিরাজ। চট্টগ্রামের সেই টেস্টে ইমরুল কায়েসও মিস করেছিলেন একটি ক্যাচ।
এরপরে ঢাকা টেস্টে দলে স্লিপ ফিল্ডার হিসেবে নেওয়া হয়েছিল সাব্বির রহমান রুম্মানকে। কিন্তু কিছুদিন আগেই দর্শক পেটানো সাব্বির ঢাকা টেস্টে ছেড়েছেন তিনটি ক্যাচ। চট্টগ্রাম টেস্টে ড্র করলেও ঢাকা টেস্টে হার এড়াতে পারেনি টাইগাররা।
ম্যাচ শেষে তাই স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে স্লিপে ক্যাচ মিস প্রসঙ্গে। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের জবাব, 'সবসময় উন্নতির চেষ্টা করা হয়। রিচার্ড আছে আমাদের ফিল্ডিং কোচ। ও সমবসময়ই স্লিপের ক্যাচের দিকে জোর দেয়।'

রিয়াদ আরো বলেন, 'বিশেষ করে যারা স্লিপে ফিল্ডিং করে তাদের জন্য আলাদা সেশন থাকে। প্রত্যেক অনুশীলনের পর তাদের আলাদা সেশন হয়। আল্টিমেটলি, আপনি যদি ম্যাচে কনফিডেন্ট না পান, তাহলে হয়তোবা বা...। স্লিপ আসলে খুব কঠিন একটা জায়গা, খুব একটা সহজ জায়গা না।'
তবে ক্যাচ মিস করলেও ক্যাচ নেওয়ার অনেক চেষ্টা ছিল টাইগারদের। কিন্তু 'দুর্ভাগ্য' ভর করাতে সকল চেষ্টাই বিফলে গিয়েছে টাইগারদের বলে মনে করেন মাহমুদুল্লাহ রিয়াদ।
'এই ম্যাচে মুস্তাফিজের বোলিংয়ের সময় লিটন অনেক উপরে এসেছে। স্লিপ ফিল্ডাররা সম্ভবত ১০ মিটারের মধ্যে ছিল, অনেক উপরে এসেছিলো। আমরা চাচ্ছিলাম, জিনিসগুলো অন্তত হাতে আসুক। যেন চান্সটা আমরা নিতে পারি। কিন্তু দুর্ভাগ্যবশত, আমরা নিতে পারিনি। কিন্তু এগুলো সবই খেলার অংশ।'
প্রতিবারই স্লিপে ক্যাচ মিসের মহড়া দেয় টাইগাররা। আর ফিল্ড??ং কোচ আলাদা করে কাজও করেন এই স্লিপের ফিল্ডিং নিয়ে। তারপরেও সাদা পোশাকে টাইগারদের স্লিপের ফিল্ডিং যেন প্রশ্নবিদ্ধ থেকেই যাচ্ছে!