মিরপুরের উইকেট হতবাক করেছে চান্দিমালকে

ছবি:

২১৫ রানের বড় জয় পেয়ে আনন্দে ভাসছেন লঙ্কান অধিনায়ক দীনেশ চান্দিমাল। যদিও মিরপুরের এমন উইকেটে কিছুটা অবাক হয়েছিলেন তিনি।
কেননা নিজেদের মাটিতে এমন উইকেটে খেলে অভ্যস্ত শ্রীলঙ্কা। আর টার্নিং উইকেটে লঙ্কান দলের ভরসা করার মতো অনেক স্পিনার আছে। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণীতে তাই চান্দিমালের স্বীকারোক্তি,
'এটা দারুণ সিরিজ ছিল। প্রথম টেস্টটি বোলারদের জন্য দুঃস্বপ্ন ছিল, আর দ্বিতীয় টেস্টটি ভয়াবহ ছিল ব্যাটসম্যানদের জন্য। মাঝের সময়টায় ছেলেরা দারুণ ক্রিকেট খেলেছে।'

চট্টগ্রাম টেস্টের পর ঢাকাতে টার্নিং উইকেট পাওয়ার প্রত্যাশা করছিলেন লঙ্কান অধিনায়ক। তিনি বলেন, 'প্রথম ম্যাচের পর আমরা ভেবেছিলাম টার্নিং উইকেট পেতে যাচ্ছি। কিন্তু আমরা কিছুটা অবাক হয়েছি। কেননা আমাদের শিবিরে অনেক অভিজ্ঞ স্পিনার আছে।'
একইসাথে পুরো সিরিজে দুর্দান্ত পারফর্ম করা রোশেন ডি সিলভার প্রশংসা করেছেন চান্দিমাল। তার ভাষ্যমতে, 'রোশেন ডি সিলভার কথা আলাদা করে বলতেই হবে। কুশল মেন্ডিস বা ধনঞ্জয়াও দারুণ খেলেছ, আর বোলাররা তো বটেই।'