সিরিজের প্রাপ্তি মমিনুলের ফেরা

ছবি:

হারের প্রহর গুণতে গুণতে ঢাকা টেস্ট হেরে গেল মাহমুদুল্লাহ রিয়াদের বাংলাদেশ। তাদের ২১৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শেষ হাসি হাসলো দীনেশ চান্দিমালের শ্রীলঙ্কা।
ম্যাচশেষে স্বাভাবিক ভাবেই হতাশ বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। দুই ইনিংসে যথাক্রমে ১১০ ও ১২৩ রান করায় ব্যাটসম্যানদেরই কাঠগড়ায় দাঁড়া করাচ্ছেন মাহমুদুল্লাহ।
"আমরা হতাশ। আমাদের বোলাররা ভালো বল করেছিলো। কিন্তু ব্যাটিংয়ে আমরা সেভাবে পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। এসব উইকেটে প্রথম ইনিংসে মনোযোগ রাখা জরুরি।

"কিন্তু আমরা উইকেট হারিয়ে চাপে পড়তে থাকি, যার কারণে আর লড়াই করতে পারিনি। মুলত এই কারণেই বোলাররা ভালো করা সত্ত্বেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় আমরা ভালো করতে পারিনি।"; ম্যাচশেষে পুরস্কার বিতরণীতে এমনটাই জানাচ্ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ।
তবে এই সিরিজ থেকে ইতিবাচক কিছু নিয়েই ভবিষ্যতের দিকে তাকিয়ে ৩২ বছর বয়সী রিয়াদ। প্রথম টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করা (১৭৬ ও ১০৫) মমিনুল হককেই এই সিরিজের 'ইতিবাচক' বলছেন মাহমুদুল্লাহ।
"আমাদের ইতিবাচক দিক ছিল মমিনুল। সে স্পিনারদের ফ্রন্ট ফুট এবং ব্যাকফুটেও সমানতালে খেলেছে। এই সিরিজ থেকে আমাদের ইতিবাচক বিষয়গুলোই নিতে যেতে হবে এবং সামনে আগাতে হবে।"