হাসি ফিরেছে ওয়ালশের মুখে

ছবি:

বারবার ইনজুরিতে পরায় নিজের স্বভাবসুলভ বোলিং করতে পারছিলেন না মুস্তাফিজুর রহমান। আর তাই বারংবার হতাশ হচ্ছিলেন টাইগারদের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। কেননা পেসারদের বোলিংকে আরও ক্ষুরধার করার জন্যই রাখা হয়েছে তাকে।
কিন্তু আস্তে আস্তে নিজের আগের রুপে ফিরছেন মুস্তাফিজুর রহমান। ত্রিদেশীয় সিরিজ থেকেই ধারাবাহিক ভাবে ভালো বল করছেন। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে দুই উইকেট নেওয়ার পরে দ্বিতীয় ইনিংসেও ৩৫ রানে তিন উইকেট নিয়েছেন তিনি।
"মুস্তাফিজ ধারাবাহিকভাবেই ভালো বল করেছে। সে আরও বল করতে পারতো। ধীরে ধীরে মুস্তাফিজের আত্মবিশ্বাস ফিরে আসছে। সে ঠিক তেমন বল করছে যেমন ধরণের বল আমরা তার কাছ থেকে প্রত্যাশা করতাম। বিশেষ করে মুস্তাফিজ এবং মিরাজ যেভাবে বল করলো, সেটা দারুণ ছিল।"

শুক্রবার টেস্টের দ্বিতীয় দিনের খেলাশেষে ধারাভাষ্যকারদের সামনে এমনটাই জানাচ্ছিলেন ওয়ালশ। তবে পেসারদের নিয়ে আবারো কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন কিংবদন্তী এই ক্যারিবিয়ান।
"তাদের (পেসারদের) নিয়ে কাজ করতে হবে, যখন আমরা সিরিজ খেলিনা তখন। তাদের স্কিলের উন্নতির দরকার। আসলে আমরা যত বেশি ম্যাচ চাই, অতো বেশি ম্যাচ খেলার সুযোগ ওরা পায়না।"
শেষে আফসোস করেছেন চলমান টেস্টের বর্তমান প্রেক্ষাপট নিয়ে, "আমি মনে করি আমরা অতোটা ধারাবাহিক না। কিছু কিছু জায়গায় আমরা পিছিয়ে আছি। তাদের আমরা সুযোগ করে দিয়েছি রান করার। মাঠের ক্রিকেটে আমরা তাদের চেপে ধরতে পারিনি।"