ম্যাচ জেতার মতো রান হয়ে গিয়েছে শ্রীলংকার

ছবি:

"আমি মনে করি এটা (রান) যথেষ্ট। বাংলাদেশের সব ব্যাটসম্যানই জানেন, এই উইকেটে খেলা খুব সহজ হবে না।"; ঢাকা টেস্টের দ্বিতীয় দিনশেষে সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই জানাচ্ছিলেন ২৯ বছর বয়সী লঙ্কান ব্যাটসম্যান রোশেন।
মিরপুরের স্পিনিং উইকেটে যদিও অনেক বেশি ভালো ব্যাটিং করেনি লঙ্কানরা। প্রথম ইনিংসে ২২২ রানের পর নিজেদের দ্বিতীয় ইনিংসে আট উইকেট হারিয়ে ২০০ রান করেছে তারা। কিন্তু টাইগাররা নিজেদের প্রথম ইনিংসে ১১০ রানে গুঁটিয়ে যাওয়াতে যত বিপত্তি!
এখন পর্যন্ত তাই ৩১২ রানের বড় লিডই পেয়ে গেছে লঙ্কানরা। লিড আরও বাড়তে পারে লঙ্কানদের কেননা উইকেটে ৫৮ রানে অপরাজিত লঙ্কান ব্যাটসম্যান রোশেন। ৭ রানে তাকে সঙ্গ দিচ্ছেন সুরঙ্গা লাকমল।

সাংবাদিক সম্মেলনে তাই দারুণ আত্মবিশ্বাসী লঙ্কান ব্যাটসম্যান রোশেন সিলভা। ম্যাচ জিততে শেষ ইনিংসে তাই নিজ দলের স্পিনারদের দিকে তাকিয়ে আছেন তিনি।
"‘আমাদের অনেক বেশি অভিজ্ঞ স্পিন আক্রমণ আছে। তাদেরও (বাংলাদেশ) ভালো বোলার আছে। কিন্তু রঙ্গনা হেরাথ ও দিলরুয়ান পেরেরা খুবই অভিজ্ঞ বোলার। রঙ্গনার ৪’শর বেশি টেস্ট উইকেট আছে।
"দিলরুয়ান ফার্স্ট ক্লাস ক্রিকেটে ৭০০ উইকেট নিয়েছে। লাকমাল ও আকিলা ধনাঞ্জয়াও ভালো বল করে। এ ম্যাচ জেতার জন্য আমরা ভালো অবস্থানে আছি।"; হেরাথ-পেরেরার কথা উল্লেখ করে জানাচ্ছিলেন রোশেন।