promotional_ad

অস্বস্তিতে রিয়াদ বাহিনী

promotional_ad

শ্রীলংকা ১ম ইনিংসঃ ২২২ (৬৫.৩ ওভার) ( কুশল মেন্ডিস ৬৪, রোশেন সিলভা ৫৬) আব্দুর রাজ্জাক ৪/৬৩, তাইজুল ইসলাম ৪/৮৩, মুস্তাফিজুর রহমান ২/১৭


বাংলাদেশ ১ম ইনিংসঃ ১১০ (৪৫.৪ ওভার) ( মিরাজ ৩৮*) লাকমাল ৩/২৫, দিলরুয়ান পেরেরা  ২/২৫, আকিলা ধনঞ্জয়া ৩/২০


শ্রীলংকা ২য় ইনিংসঃ ২০০/৮ (৬২ ওভার) (লাকমাল ৭*,রোশেন ৫৮*) আব্দুর রাজ্জাক ১/৬০, মুস্তাফিজ ৩/৩৫, তাইজুল ২/৭২, মিরাজ ২/২৯


লিডঃ ৩১২


টস ভাগ্যঃ


চট্টগ্রাম টেস্টে টস ভাগ্য দীনেশ চান্দিমালের পক্ষে না গেলেও ঢাকা টেস্টে তা পক্ষেই গেছে লঙ্কান অধিনায়কের।  আর টসে জিতে ঢাকার উইকেটের কথা বিবেচনা করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে দেরি করেননি এই লঙ্কান। কারণ মিরপুরের উইকেটে চতুর্থ ইনিংসে ব্যাটিং করার কাজটা সহজ নয়।


শ্রীলংকার লড়াকু পুঁজিঃ


পুরো ইনিংস জুড়ে চাপে থাকা সত্ত্বেও কুশল মেন্ডিস এবং রোশেনন সলভার হাফ সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২২২ রানের পুঁজি পায় সফরকারীরা। বাংলাদেশের পক্ষে আব্দুর রাজ্জাক রাজ এবং তাইজুল ইসলাম উইকেট থেকে বাড়তি সুবিধা নিয়ে শিকার করেন ৪ উইকেট।


প্রথম দিন শ্রীলংকারঃ


স্কোরবোর্ডে ২২২ রানের পুঁজি যোগ করার পর বল করতে নেমে জ্বলে উঠেন লঙ্কান বোলাররা। স্কোরবোর্ডে ১২ রান যোগ করতেই ৩ টাইগার ব্যাটসম্যানের উইকেট তুলে নেয় লঙ্কানরা। ৩ উইকেট হারিয়ে বসা বাংলাদেশকে টেনে তুলার জন্য আপ্রান চেস্টা করেন লিটন দাস এবং ইমরুল কায়েস। কিন্তু দিনের শেষ বেলায় এসে দিলরুয়ান পেরেরার কাছে উইকেট দিয়ে বসেন ইমরুল। ১৯ রান করে লেগ বিফরের ফাঁদে পড়ে বিদায় নেন এই বাঁহাতি ওপেনার। ইমরুলের বিদায়ে মিরাজকে সঙ্গে নিয়ে আর কোন উইকেট না হারিয়ে দিন শেষ করেন লিটন। দিন শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেট হারিয়ে ৫৬ রান। সফরকারীদের চেয়ে এখনও ১৬৬ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ।


ব্যর্থ লিটনঃ



promotional_ad

আগের দিন প্রতিরোধ গড়েও দ্বিতীয় দিন সেটাকে ধরে রাখতে পারেননি লিটন। দিনের প্রথম ঘন্টায়ই সুরাঙ্গা লাকমালের বলে ২৫ রান করে বোল্ড আউট হয়ে বিদায় নেন তিনি। এরপর মিরাজ এবং রিয়াদ মিলে দলের পক্ষে হাল ধরার চেস্টা করছেন। 


সাব্বির-মাহমুদুল্লাহ'র উইকেটে থিতু হতে না পারাঃ


অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ভালো শুরু পেয়েও ফিরে গিয়েছেন সাজঘরে। আকিলা ধনঞ্জার বলে পরাস্ত হয়ে বোল্ড হয়ে বিদায় নেন তিনি। খানিক পর সাব্বির রহমানকেও ০ রানে বিদায় করেন এই স্পিনার। এরপরের ওভারে বোলিংয়ে এসে রাজ্জাকেও বিদায় করেন তিনি।


৩ রানে ৫ উইকেটঃ


টাইগাররা শেষ ৫ উইকেট হারিয়েছে মাত্র ৩ রানে। এক মাত্র ব্যাটসম্যান হিসেবে উইকেটে থিতু হয়ে খেলেছেন তরুন মেহেদী হাসান মিরাজ। অপরাজিত ছিলেন ৩৮ রান করে। আকিলা ধনঞ্জয়ার স্পিনের সামনে দাঁড়াতেই পারেননি আর কোন ব্যাটসম্যান। ধনঞ্জয়া এবং দিলরুয়ান পেরেরার ভেলকিতে মাত্র ১১০ রানেই গুটিয়ে যায় টাইগার শিবির। ১১২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে লঙ্কানরা। 


প্রথম ব্রেকথ্রুঃ


দ্বিতীয় ইনিংসের শুরুটা দেখে শুনেই করেছিল লঙ্কানরা। ধীরগতিতে শুরু করলেও দলীয় ১৮ রানে কুশল মেন্ডিসকে লেগ বিফরের ফাঁদে ফেলেন স্পিনার আব্দুর রাজ্জাক। ৭ রান করে বিদায় নেন তিনি। 


তাইজুল এবং মুস্তাফিজের প্রথমঃ


রাজ্জাকের পর লঙ্কান শিবিরে আঘাত হানেন স্পিনার তাইজুল ইসলাম। উইকেটে থিতু হওয়ার আগেই ধনঞ্জয়া ডি সিলভাকে বোল্ড আউট করেন এই স্পিনার। ২৮ রান করে বিদায় নেন তিনি। এর খানিক পরই বোলিংয়ে এসে চা বিরতির আগে গুনাথিলাকা বিদায় করেন পেসার মুস্তাফিজ।


বড় লিডের পথে সফরকারীরাঃ


১১২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল শ্রীলংকা। চা বিরতিতে যাওয়ার আগে তিন ব্যাটসম্যানের উইকেট হারালেও বড় লিডের পথে হাটেছে লঙ্কানরা। চা বিরতিতে যাওয়ার সময় তাদের লিড ছিলো ১৯৯ রানের। ২৯ এবং ৪ রানে অপরাজিত ছিলেন ওপেনার দিমুথ করুনারত্নে এবং অধিনায়ক দীনেশ চান্দিমাল।



মিরাজের জোড়া আঘাত- 


বিরতির পর খেলতে নেমেই অবশ্য বিপদে পড়েছে সফরকারি লঙ্কানরা। দারুণ খেলতে থাকা করুনারত্নেকে ইমরুল কায়েসের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরত পাঠান স্পিনার মেহেদি হাসান মিরাজ। এর খানিক পর অধিনায়ক ডিনেশ চান্দিমালকেও লেগ বিফরের ফাঁদে ফেলে বিদায় করেন তিনি। তার ব্যাট থেকে আসে ৩০ রান। 


তাইজুলের দ্বিতীয়ঃ শ্রীলংকার লিড ৩০০ হওয়ার আগেই ডিকওয়েলাকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে আরেকটি ব্রেকথ্রু এনে দিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। ১০ রানে ক্রিজে থাকা নিরোশান ডিকওয়েলাকে অধিনায়ক রিয়াদের হাতে ক্যাচ দিয়ে বিদায় করেন তিনি।


হ্যাট্রিকের আক্ষেপঃ দুর্দান্ত দুটি ডেলিভারিতে পর পর দুই ব্যাটসম্যান দিলরুয়ান পেরেরা এবং আকিলা ধনঞ্জয়াকে বিদায় করে হ্যাট্রিকের সুযোগ সৃষ্টি করেছিলেন পেসার মুস্তাফিজুর রহমান। কিন্তু শেষ পর্যন্ত হ্যাট্রিক শিকার করতে পারেননি তিনি। যদিও হ্যাট্রিকের পরের বলেই মুস্তাফিজের বলে স্লিপে ক্যাচ ছাড়েন সাব্বির রহমান।  


চালকের আসনে শ্রীলংকাঃ


ঢাকা টেস্টের প্রথম দুই দিনই শ্রীলংকার পকেটে গিয়েছে এতে কোন সন্দেহ নেই। বাংলাদেশ থেকে ৩১২ রানে এগিয়ে আছে সফরকারীরা। ব্যাকফুটে থাকা বাংলাদেশকে এদিন একাই জবাব দিয়েছেন টানা ৪ ইনিংসে ফিফটি হাঁকানো ব্যাটসম্যান রোশেন সিলভা। ডানহাতি এই ব্যাটসম্যান দিন শেষ করেছেন ৫৮ রানে অপরাজিত থেকে। দ্বিতীয় দিন অবশ্য বাংলাদেশের মধ্যে সবচেয়ে সফল বোলার মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার।  


বাংলাদেশ একাদশ-


তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, আব্দুর রাজ্জাক, মুস্তাফিজুর রহমান।


শ্রীলঙ্কা একাদশ-


দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, রোশেন সিলভা, দীনেশ চান্ডিমাল (অধিনায়ক), নিরোশান ডিকওয়েলা, দানুশকা গুনাথিলাকা, দিলরুয়ান পেরেরা, আকিলা ধনঞ্জয়া, রঙ্গনা হেরাথ, সুরঙ্গা লাকমল। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball