দুই দলকেই সমান অবস্থায় দেখছেন সামারাবিরা

ছবি:

প্রথম ইনিংসে মাত্র ২২২ রানেই শ্রীলংকা। মিরপুরে রাজ্জাক আর তাইজুলের ঘূর্ণিতে প্রায় এক সেশন হাতে রেখেই অলআউট হয় লঙ্কানরা। তবে স্বস্তিতে নেই টাইগাররাও।
প্রথম দিনশেষে ৫৬ রান করতেই চার উইকেট হারিয়েছে তারা। লঙ্কানদের ব্যাটিং কোচ থিলান সামারাবিরা তাই মনে করছেন সমান অবস্থানেই আছে দুই দল। প্রথম দিন শেষে গণমাধ্যমকে বলেন,
"আমি মনে করি খেলায় ঠিক সমান সমান অবস্থা। কারণ এখনো আমাদের ৬ উইকেট নিতে হবে, আমাদের আরো একটি ইনিংসে ব্যাট করতে হবে এবং তাদেরকে আমাদের আরো একটি ইনিংসে বল করতে হবে।"

"বলা কঠিন কোনো দল এখানে এগিয়ে থাকবে। কিন্তু আমরা যা করার কালই করবো। দিনের প্রথম দুই ঘণ্টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের আরও টাইট বল করতে হবে এবং ওদের ওপর চাপ তৈরি করতে হবে।"
এদিকে ৩০ রান কম হয়ে যাওয়ায় আফসোস করছেন টাইগারদের সাবেক এই ব্যাটিং কোচ। তবে বোলারদের দারুণ পারফর্মেন্স এবং টাইগার টপ অর্ডারের উইকেট পতনে সেই আফসোস মিটেছে সামারাবিরার।
"আমার কাছে মনে হয় আমাদের ৩০ রান কম হয়ে গেছে। ঢাকার উইকেটে সাধারণত ২৪০, ২৫০ খুব ভালো স্কোর। কিন্তু দিন শেষে আমরা ৪ উইকেট নিয়েছি। সেটিও টপ অর্ডারের চার ব্যাটসম্যান। আমি মনে করি খেলা ঠিক সমান-সমান আছে।"
উল্লেখ্য, বাংলাদেশ প্রথম ইনিংসে এখনো পিছিয়ে আছে ১৬৬ রান। হাতে আছে ছয় উইকেট। ম্যাচের দ্বিতীয় দিন শুরু করবেন দলের বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ (৫*) এবং উইকেটরক্ষক লিটন দাস (২৪*)।