promotional_ad

ঢাকা টেস্টে টাইগারদের সম্ভাব্য একাদশ

promotional_ad

গত বছর ঢাকার মিরপুর স্টেডিয়ামে স্পিন সহায়ক উইকেট বানিয়েই পরাশক্তি অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্টে ঘায়েল করেছিলো বাংলাদেশ। এর আগে তার আগের বছরও একই স্ট্র্যাটেজিতে ইংল্যান্ডকেও প্রথম টেস্টে পরাজিত করেছিলো টাইগাররা। 


এবার শ্রীলঙ্কার বিপক্ষে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেও একই ধরণের উইকেট তৈরি করার আভাস পাওয়া গেছে। আর তেমনটি হলে যে একাদশে স্পিনারদেরই প্রাধান্য বেশি থাকবে তা অনেকটা হলফ করেই বলা যায়। 


আর উইকেট স্পিন স্বর্গ হলে সেক্ষেত্রে দীর্ঘদিন পর কপাল খোলার সম্ভাবনা রয়েছে অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাকের। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে এমনিতেই একজন স্পেশালিস্ট স্পিনারের অভাব বোধ করছে বাংলাদেশ।


ঢাকা টেস্টে সেই স্পেশালিষ্ট স্পিনার হিসেবেই দলে ঠাই হতে পারে রাজ্জাকের। তবে নির্বাচকেরা চাইলে একজন লেগ স্পিনার হিসেবে তানবির হায়দারকেও অন্তর্ভুক্ত করতে পারেন। যদিও অভিজ্ঞতার দিক থেকে বিবেচনা করলে সেই সম্ভাবনা ক্ষীণই বলা চলে। 



promotional_ad

অপরদিকে লঙ্কানদের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দারুণ বোলিং করা তাইজুল ইসলামের ঘাড়ে এবারও থাকছে বড় দায়িত্ব। এছাড়াও অটো চয়েজ হিসেবে তো থাকছেনই অফ স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।


আর পেস আক্রমণ সামলানোর দায়িত্বে থাকবেন শুধুই মুস্তাফিজুর রহমান। এদিকে চট্টগ্রাম টেস্টে স্পিনার সানজামুলের পরিবর্তে ঢাকা টেস্টের স্কোয়াডে জায়গা হয়েছে সাব্বির রহমানের।


সুতরাং বৃহস্পতিবারের ম্যাচে সাব্বির যে থাকছেন তা অনেকটা অনুমিতই বলা যায়। অবশ্য এক্ষেত্রে বাদ পড়তে পারেন  মোসাদ্দেক হোসেন সৈকত। 


বাংলাদেশ একাদশ (সম্ভাব্য) -



তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, আব্দুর রাজ্জাক/তানবির হায়দার, মুস্তাফিজুর রহমান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball