promotional_ad

চিটাগংয়ের উইকেটে আইসিসির খড়গ

promotional_ad

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার চিটাগং টেস্টের উইকেটকে 'গড়পড়তা' ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। চিটাগং টেস্টের কর্তব্যরত ম্যাচ রেফারি ও সাবেক অজি লিজেন্ড ডেভিড বুন এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেন।


চিটাগং টেস্টে দুই দলের ব্যাটসম্যানরা মিলে পাঁচটি সেঞ্চুরি ও ছয়টি হাফ সেঞ্চুরি হাকিয়েছে। বোলারদের জন্য চিটাগংয়ের উইকেটে কিছুই ছিল না। ব্যাট ও বলের মধ্যে ভারসাম্য না থাকায় চিটাগংয়ের উইকেটকে এক ডিমেরিট পয়েন্ট গুনতে হচ্ছে।



promotional_ad

আট চারটি ডিমেরিট পয়েন্ট পেলেই ১২ মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হবে চিটাগংয়ের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। ম্যাচ রেফারি ডেভিড বুনের রিপোর্টে বলা হয়েছে,


'উইকেটে নতুন বলে পেস বোলারদের জন্য কোন মুভমেন্ট ছিল না। একই সাথে পুরো ম্যাচ জুড়ে কিপারের কাছে বল নিচু হয়ে যাচ্ছিলো। তবে উইকেটে মাঝেমধ্যে ধির গতির টার্ন থাকলেও সেটা ম্যাচে তেমন প্রভাব ফেলতে পারেনি। যার কারনে পুরো পাঁচ দিন ধরেই উইকেট অতিরিক্ত ব্যাটিং সহায়ক ছিল।'



চিটাগং টেস্টে আগে ব্যাট করে বাংলাদেশ দল ৫১৩ রানের বড় পুঁজি দাঁড় করায়। জবাবে ৭১৩ রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কা। নিজেদের দ্বিতীয় ইনিংসে এসেও একই চিত্র দেখা যায়। বাংলাদেশ দল পাঁচ উইকেট খরচায় ৩০৭ রান করলে ম্যাচটি ফলাফল শুন্য ড্র হয়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball