promotional_ad

দলে ফিরতে 'লেগস্পিনার' বনে যাচ্ছেন অশ্বিন

promotional_ad

গত বছর ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজে সবাইকে চমকে দিয়ে দুই ফ্রন্ট লাইন স্পিনার রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনকে বাইরে রেখে দল ঘোষণা করে ভারত। তখন এই দুই স্পিনারকে 'বিশ্রাম দেয়া হয়েছে,' এমন যুক্তি দাঁড় করিয়েছিল নির্বাচকরা।


কিন্তু এর পর থেকে সাদা বলের ক্রিকেটে কোন সিরিজেই ভারতকে প্রতিনিধিত্ব করা হয়নি এই দুই প্রিমিয়াম স্পিনারের। বদলী হিসেবে জুগেন্দ্র চাহাল ও কুলদিপ যাদবকে ওয়ানডে সেট আপে সুযোগ করে দেয় ভিরাট কোহলিরা।


এরপর থেকে এই দুই রিস্ট স্পিনারে ভর করে নিয়মিত ওয়ানডে জিতে আসছে ভারত। বিশ্ব জুড়ে সাদা বলের ক্রিকেটে রিস্ট স্পিনারদের ব্যাপক সাফল্যের কারনে প্রতিটি দলই লেগ কিংস চায়নাম্যানদের সুযোগ করে দিচ্ছে। ভারতও এর ব্যতিক্রম নয়। 



promotional_ad

কিন্তু দুই রিস্ট স্পিনারকে সুযোগ করে দিতে অশ্বিন ও জাদেজার মত সফল ফিঙ্গার স্পিনারদের বাদ দিতে হয়েছে ভারতকে। এই জন্যই কি অফ স্পিনার থেকে লেগ স্পিনার বনে যাচ্ছেন অশ্বিন!


ইতিমধ্যে তামিল নাড়ুর হয়ে এক ম্যাচে লেগ স্পিন করে সফলও হয়েছেন। নয় ওভার বল করে ৩৮ রান খরচায় নিয়েছেন দুই উইকেট। আসন্ন আইপিএলেও লেগ স্পিন করবেন তিনি। এমন ঘোষণা দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই অফ স্পিনার। ক্রিকইনফোকে তিনি বলেছেন,


'আইপিএলে আমি লেগ স্পিন করব, এমন পরিকল্পনা আছে। আমি আমার অস্ত্রসম্ভার বাড়াচ্ছি। আমি চেন্নাইয়ের লীগ ক্রিকেটে অফ স্পিনের অ্যাকশনেই ভালো লেগ ব্রেক বল করতে পারতাম। কিন্তু স্টক বলটা ঠিক করতে গিয়ে ভেরিয়েশন গুলো বিসর্জন দিতে হয়েছে। গত দশ বছর ধরে আমি স্টক বল হিসেবে অফ স্পিন করে যাচ্ছি। আমি এখন পরিবর্তন আনার চেষ্টা করছি যেটা মোটেও সহজ নয়। কিন্তু আমি কিছুতেই স্থির হতে চাই না। ক্যারিয়ারের কোন পর্যায়ে আমি স্থির হতে চাই নি।'



অফ স্পিনার থেকে লেগ স্পিনারে বদলে যাওয়ার প্রক্রিয়ায় একাই কাজ করে যাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন। তবে বার বার অ্যাকশনের পুনরাবৃত্তি করার ক্ষেত্রে অশ্বিনকে সাবেক ভারতীয় পেসার লক্ষীপতি বালাজি অনেক সাহায্য করেছে। সব ঠিক থাকলে আগামী আইপিএলেই লেগ স্পিনার অশ্বিনকে দেখতে পাবে পুরো বিশ্ব।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball