লিটনে ভবিষ্যৎ দেখছেন মুশফিক

ছবি:

উইকেটের পেছনে থাকতে খুবই স্বাচ্ছন্দ্যবোধ করেন মুশফিকুর রহিম। গত কয়েক বছরে এনিয়ে বেশ কয়েকবার নিজের মতামত ব্যক্ত করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। মঙ্গলবার সংবাদ সম্মেলনে জানাচ্ছিলেন এসব নিয়েই।
"আমি সর্বদা উপভোগ করি কিপিং বলেন কিংবা ফিল্ডিং বলেন। তবে কিপিংয়ে থাকলে অবশ্যই অন্যরকম হেরফের হয়। কারণ পিছন থেকে আসলে সবকিছু বোঝা যায়। আপনি যদি প্রথম ইনিংসে ব্যাটিং নাও করেন তাহলেও পিচের চরিত্র বোঝা যায়। সেক্ষেত্রে বলবো যে হ্যাঁ এটি আমার জন্য একটি নতুনত্ব।"
উল্লেখ্য, গেল বছরের দক্ষিণ আফ্রিকা সফর থেকেই দলের সঙ্গে আছেন বিশেষজ্ঞ উইকেটকিপার লিটন দাস। গ্লাভস হাতে দারুণ পারফর্মেন্স করার পাশাপাশি ব্যাট হাতেও ভাল খেলার চেষ্টায় আছেন লিটন।
মাঠে লিটনের সঙ্গে নিয়মিতই আলাপ আলোচনায় ব্যস্ত থাকেন মুশফিক। কখনো আউটফিল্ড কিংবা কখনো সার্কেলে ফিল্ডিং করা মুশফিককে সবসময় দেখা যায় লিটন দাসের সঙ্গে পরামর্শ করতে। তবে নিজের বর্তমান পজিশন নিয়েও সন্তুষ্ট টেকনিক্যালি দেশসেরা এই ব্যাটসম্যান।

"আমি সবসময়েই চেষ্টা করি যে কিপিং করে তার সাথে আমার কথাগুলো শেয়ার করতে যেন আমার কাছে ইনফরমেশন থাকে। আমার মনে হয় যে পরিবর্তন কিছুই না, শুধু আপনার পজিশনটি পরিবর্তন হয়েছে। সুতরাং আমি মনে করি আমি এর সাথে মানিয়ে নিতে পেরেছি।"
সবশেষে লিটনকে নিয়ে নিজের প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন মুশফিক। "লিটন আল্লাহ্র রহমতে ভালো করছে। কিছু সমস্যা হতে পারে, তবে এটি খেলারই অংশ। তবে সে সেভাবে ফিরে এসেছে তাতে করে আমি আসলেই অনেক গর্বিত এবং আমার মনে হয় ইনশাল্লাহ সামনে আট দশ বছরে সে ক্রিকেটে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।"