promotional_ad

'অধিনায়ক' মাহমুদুল্লাহতে মুগ্ধ মুশফিক

promotional_ad

গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে শেষবারের মতো দলকে নেতৃত্ব দিয়েছিলেন মুশফিকুর রহিম। এরপরে চলতি বছরের শুরুতে টেস্ট দলের অধিনায়কত্ব দেওয়া হয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। 


যদিও ইনজুরির কারণে টেস্ট থেকে ছিটকে পরেছেন সাকিব। আর তার বদলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে অধিনায়কত্ব করছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর রিয়াদের অধিনায়কত্বে সন্তুষ্ট মুশফিক। 


"আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আমার মনে হয় কিছু কিছু সিদ্ধান্ত ছিলো যেগুলো রিয়াদ ভাই ভালোই নিয়েছেন।" মঙ্গলবারের সংবাদ সম্মেলনে জানাচ্ছিলেন দলের সাবেক এই অধিনায়ক। 



promotional_ad

এছাড়া অধিনায়ক হিসেবে রিয়াদের পারফরমেন্সও মুগ্ধ করেছে মুশফিককে। প্রসঙ্গত, চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট থেকে আসে যথাক্রমে ৮৩ এবং ২৮ রান। দুটো ইনিংসেই অপরাজিত ব্যাটসম্যান হিসেবে ছিলেন তিনি।


"আপনারা দেখেছেন বিপিএল বলেন কিংবা প্রিমিয়ার লীগে সবসময়ই ভালো অধিনায়কত্ব করেছেন এবং উনি যখন অধিনায়ক ছিলেন ওনার পারফর্মেন্সও অন্যরকম ছিলো, সামনে থেকেই নেতৃত্ব দেয়ার চেষ্টা করেছেন যেটি উনি সবসময়ই বিশ্বাস করেন এবং বলে থাকেন।" 


পুরো দলকে উৎসাহিত করা এবং অনুপ্রাণিত করার মাধ্যমেও মুশফিককে মুগ্ধ করেছেন রিয়াদ। সাবেক এই অধিনায়ক একটুও কুণ্ঠাবোধ করেননি ভারপ্রাপ্ত অধিনায়কের প্রশংসা করতে।



"আমার মনে হয় উনি আমাদের একটাই ম্যাসেজ দিয়েছেন যে আমাদের খেলতে হবে হার্ট এবং মাইন্ড দিয়ে। এই জিনিসটি আমাকেও অনুপ্রাণিত করেছে নিজেকে। সুতরাং আমি অবশ্যই আশা করছি এবং আমাদের পুরো দলই তার অধীনে খেলার জন্য প্রস্তুত আছে এই টেস্টেও। আমরা আশা করছি অবশ্যই ভালো করবো।"



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball