মমিনুলের বিশ্বরেকর্ড

ছবি:

চট্টগ্রাম টেস্ট যারা এখন পর্যন্ত দেখেছেন তাদের কাছে নিশ্চয় টাইগার টপ অর্ডার ব্যাটসম্যান মমিনুল হকের কীর্তির কথা অজানা নয় মোটেই।
লঙ্কানদের বিপক্ষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইতিমধ্যেই প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টের প্রথম এবং দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়েছেন মমিনুল।
এরই সাথে ছাড়িয়ে গেছেন তামিম ইকবালের দুই ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডটিকেও। এতো গেলো দেশের রেকর্ডের কথা। চট্টগ্রামের মাটিতে একটি বিশ্বরেকর্ডেও নাম লিখিয়েছেন মমিনুল।

এখন পর্যন্ত মমিনুল চট্টগ্রামে যে কয়টি অর্ধশতক হাঁকিয়েছেন তাঁর প্রত্যেকটিকেই শতকে রুপান্তরিত করেছেন। ক্রিকেট বিশ্বে একটি টেস্ট ভেন্যুতে এমন কীর্তি গড়ার নজীর আর কোনও ব্যাটসম্যানেরই নেই।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মমিনুলের সেঞ্চুরি সংখ্যা এখন দাঁড়িয়েছে ৫টিতে। যেখানে এই মাঠে তাঁর সর্বোচ্চ রানের ইনিংসটি ১৮১ রানের। আর ৮৬.৯১ গড়ে সংগ্রহ ৮৬৯ রান।
অথচ এই মমিনুলকেই প্রায় বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন তৎকালীন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কথিত আছে কলম্বোতে বাংলাদেশের শততম টেস্টে মমিনুলের বাদ পড়ার পেছনে নির্বাচকদের পাশাপাশি কলকাঠি নেড়েছিলেন বর্তমান শ্রীলঙ্কান কোচও।
শুধু তাই নয়, মমিনুলের নামের পাশে টেস্ট ব্যাটসম্যানের তকমাটিও লাগিয়ে দেয়ার পেছনে অগ্রণী ভূমিকা রেখেছিলেন হাথুরু। সেই হাথুরুসিংহেকেই সঠিক জবাব দেয়ার লক্ষ্য নিয়েই হয়তো চট্টগ্রাম টেস্টে মাঠে নেমেছিলেন মমিনুল। আর ব্যাট হাতে নিজেকে প্রমাণ করে সেই জবাব যে তিনি ভালোভাবেই দিয়েছেন তা ইতিমধ্যেই দেখে ফেলেছে ক্রিকেট বিশ্ব।