promotional_ad

মমিনুলের বিশ্বরেকর্ড

promotional_ad

চট্টগ্রাম টেস্ট যারা এখন পর্যন্ত দেখেছেন তাদের কাছে নিশ্চয় টাইগার টপ অর্ডার ব্যাটসম্যান মমিনুল হকের কীর্তির কথা অজানা নয় মোটেই। 



লঙ্কানদের বিপক্ষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইতিমধ্যেই প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টের প্রথম এবং দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়েছেন মমিনুল। 




এরই সাথে ছাড়িয়ে গেছেন তামিম ইকবালের দুই ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডটিকেও। এতো গেলো দেশের রেকর্ডের কথা। চট্টগ্রামের মাটিতে একটি বিশ্বরেকর্ডেও নাম লিখিয়েছেন মমিনুল।  





promotional_ad

এখন পর্যন্ত মমিনুল চট্টগ্রামে যে কয়টি অর্ধশতক হাঁকিয়েছেন তাঁর প্রত্যেকটিকেই শতকে রুপান্তরিত করেছেন। ক্রিকেট বিশ্বে একটি টেস্ট ভেন্যুতে এমন কীর্তি গড়ার নজীর আর কোনও ব্যাটসম্যানেরই নেই।




জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মমিনুলের সেঞ্চুরি সংখ্যা এখন দাঁড়িয়েছে ৫টিতে। যেখানে এই মাঠে তাঁর সর্বোচ্চ রানের ইনিংসটি ১৮১ রানের। আর ৮৬.৯১ গড়ে সংগ্রহ ৮৬৯ রান।  




অথচ এই মমিনুলকেই প্রায় বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন তৎকালীন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কথিত আছে কলম্বোতে বাংলাদেশের শততম টেস্টে মমিনুলের বাদ পড়ার পেছনে নির্বাচকদের পাশাপাশি কলকাঠি নেড়েছিলেন বর্তমান শ্রীলঙ্কান কোচও।  





শুধু তাই নয়, মমিনুলের নামের পাশে টেস্ট ব্যাটসম্যানের তকমাটিও লাগিয়ে দেয়ার পেছনে অগ্রণী ভূমিকা রেখেছিলেন হাথুরু। সেই হাথুরুসিংহেকেই সঠিক জবাব দেয়ার লক্ষ্য নিয়েই হয়তো চট্টগ্রাম টেস্টে মাঠে নেমেছিলেন মমিনুল। আর ব্যাট হাতে নিজেকে প্রমাণ করে সেই জবাব যে তিনি ভালোভাবেই দিয়েছেন তা ইতিমধ্যেই দেখে ফেলেছে ক্রিকেট বিশ্ব। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball