ইতিহাস গড়া হলো না লিটনের

promotional_ad

লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথকে ডাউন দ্যা উইকেটে এসে যখন উড়িয়ে মারতে গিয়েছিলেন বাংলাদেশের উইকেট রক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস তখনই কেঁপে উঠেছিলো হাজারো ক্রিকেট প্রেমীর বুক। কারণ নিজের অভিষেক টেস্ট সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরে তখন দাঁড়িয়ে ছিলেন লিটন।


সেঞ্চুরির দ্বারপ্রান্তে এসে এভাবে দায়িত্বজ্ঞানহীন শট খেলার ফল অবশ্য হাতেনাতেই পেয়েছেন লিটন। হেরাথকে উড়িয়ে মারতে গিয়ে উল্টো মিড অফে দিলরুয়ান পেরেরার তালুবন্দি হতে হয়েছে টাইগারদের এই উইকেট রক্ষক ব্যাটসম্যানকে।


আর এরই সাথে সম্ভাবনাময় এক ইনিংসের পরিসমাপ্তি ঘটেছে তার। তবে পুরো ইনিংসে বেশ সাবধানী ভঙ্গীতেই খেলেছিলেন লিটন। ৯০ এর ঘরে পা রাখার আগে একটি শটও তুলে মারতে দেখা যায়নি তাঁকে।


promotional_ad



কিন্তু শতকের কাছাকাছি গিয়েই যেন নিজেকে আর ধরে রাখতে পারলেন না লিটন। আর সেই মানসিকতাই কাল হয়ে দাঁড়ালো তাঁর। সেঞ্চুরি বঞ্চিত হওয়ার আক্ষেপে পুড়তে হলো তাঁকে।


এর মাধ্যমে লিটন মিস করেছেন এক অনন্য রেকর্ড বুকে নাম লেখাতেও। চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি হাঁকাতে পারলে তৃতীয় বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে টেস্টে সেঞ্চুরি হাঁকাতে সক্ষম হতেন লিটন।


এর আগে উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশের হয়ে টেস্টে সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড ছিলো শুধু মুশফিকুর রহিম এবং খালেদ মাসুদ পাইলটের। 


২০১০ সালে ভারতের বিপক্ষে চট্টগ্রামের মাঠেই প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন মুশফিক। আর সাবেক অধিনায়ক খালেদ মাসুদ টেস্টে তার একমাত্র সেঞ্চুরিটি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০০৪ সালে।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball