বাজে রেকর্ড গড়ায় অনুতপ্ত তাইজুল

ছবি:

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ জয় পেলেও এই টেস্ট ম্যাচকে ভুলে যেতে চাইবেন দলের স্পিনার তাইজুল ইসলাম। কেননা এই টেস্টে বাজে এক রেকর্ডের শীর্ষস্থানে তিনি। এক ইনিংসে ৬৭ দশমিক ৩ ওভার বোলিং করেছেন তিনি।
আর তাতে রান দিয়েছেন ২১৯, যা বাংলাদেশের পক্ষে সাদা পোশাকে এক ইনিংসে সবচেয়ে বেশি বল করা আর রান দেওয়ার রেকর্ড! অথচ এই রেকর্ড নিয়েও টেস্টের চতুর্থ দিনে সাংবাদিক সম্মেলন সামলাতে এসেছেন তিনি।
তবে এই রেকর্ড গড়ে যারপরনাই হতাশ তাইজুল। সাংবাদিক সম্মেলনেও উপস্থিত সাংবাদিকরা মুখিয়ে ছিলেন, তাকে এই প্রসঙ্গে প্রশ্ন করতে। দল বিষয়ে কয়েকটি প্রশ্ন করা শেষেই একজন জিগ্যেস করলেন, রেকর্ডের ব্যাপারে।

ক্লান্ত তাইজুলের উত্তর, "এটা যে আসলে খুব ভালো রেকর্ড তা আমি দেখছি না। হয়তো আরও ভালো বল করলে এই রেকর্ডের কাছে যেতে হতো না আমাকে। অনেক ভালো বলটা করতে পারিনি, তাই এই রেকর্ডটা হয়েছে।"
এদিকে শেষদিনে টেস্ট বাঁচাতে টাইগারদের হাতে আছে মাত্র সাতটি উইকেট। এজন্যে আফসোস করছেন তাইজুল। তার মতে, শেষ বিকেলে আরও দুটি উইকেট বাঁচাতে পারলে পঞ্চম দিনে কিছুটা হলেও এগিয়ে থাকতো দল।
"আসলে ব্যাটসম্যান যখন ব্যাটিং করে তখন খারাপ বলটাতে হয়তো রান করতে চায়। তো খারাপ বলে রান হয়েছে, ভালো বলেও হয়েছে। আমার কাছে মনে হয়, যদি আমাদের একটা উইকেট থাকতো- সেটি ঠিক ছিল। কিন্তু তিনটি উইকেট একটু বেশি হয়ে গেছে।"