promotional_ad

ম্যাচটা বাঁচাতে হবে...

promotional_ad

চট্টগ্রাম টেস্ট বাঁচাতে হলে পঞ্চম দিনে সারাদিনই ব্যাট করা লাগবে টাইগারদের। ইনিংস পরাজয় থেকে টাইগারদের দূরত্ব ১১৯ রান। আর হাতে আছে সাতটি উইকেট। নিঃসন্দেহে কঠিন এক পরিস্থিতির মুখে দল।


আর এমন পরিস্থিতিতে 'কঠিন' হিসেবে মেনে নিতে কোনো আপত্তি করলেন না দলের হয়ে প্রেস সামলাতে আসা তাইজুল ইসলামও। শনিবারের খেলা শেষে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি বলেন,


"ম্যাচ নিয়ে ভাবার অনেক কিছুই আছে। আবার অনেক কিছু নেইও।  আসলে আমার মনে হচ্ছে যে ম্যাচটা বাঁচাতে হবে। যদি আমাদের ব্যাটসম্যানরা লড়াই করতে পারে। জানি অনেক কঠিন হবে। তারপরেও আমাদের ব্যাটসম্যানরা ভালো খেলতে পারলে হয়তোবা ইনশাআল্লাহ আমরা ভালো ফল পাবো।’



promotional_ad

চতুর্থ দিনে টাইগারদের তৃতীয় এবং শেষ উইকেট হিসেবে মাঠ ছেড়েছেন মুশফিকুর রহিম। উইকেট পাহারা দিচ্ছেন মমিনুল হক। নতুন কোনো ব্যাটসম্যান আসার আগেই আম্পায়াররা বন্ধ করেন চতুর্থ দিনের খেলা।


এদিকে উইকেটও স্পিন সহায়ক হচ্ছে ক্রমশ। লঙ্কানদের হয়ে তিনটি উইকেটই নিয়েছেন স্পিনাররা। এই উইকেটে ম্যাচ বাঁচানো কতটা কঠিন সেটা শোনালেন তাইজুল নিজেই। সাংবাদিকদের জানান, 


"উইকেট যে ব্যাটসম্যানদের নেই, তা বলবো না। পঞ্চম দিনে বোলাররা বিভিন্ন জায়গা থেকে বোলিং করে। রাউন্ড দ্যা উইকেটে, ওভার দ্যা উইকেটে। এ কারণে বিভিন্ন জায়গা রাফ হয়ে যায়। একেকটা ব্যাটসম্যানকে একেক দিক থেক আক্রমণ করে। 



"এভাবে রাফ হওয়ার কারণে অনেক সময় খারাপ বলও কঠিন হয়ে যায়। আমার মনে হয়, আমাদের টিকে থাকা কঠিনই হবে। খুব একটা সহজ হবে না। আর স্টাম্প টু স্টাম্প বল করলে তো তাহলে হয়তো সহজ হবে। কিন্তু রাফ জায়গাটা ব্যবহার করলে কঠিন হবে।"




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball