'টেস্টে আরো ধৈর্যশীল হতে হবে বাংলাদেশকে'

ছবি:

টেস্ট ক্রিকেট হলো ধৈর্যের খেলা। এই ফরম্যাটে যে দল যতো বেশি ধৈর্য ধরে রাখতে পারবে তারাই দিন শেষে সাফল্য নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হবে।
পাশাপাশি প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ডট বলের মাধ্যমে চাপ সৃষ্টি করতে পারাটাই টেস্টে সবথেকে বেশি জরুরী। এমনটাই মনে করছেন বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ সুনীল যোশি।
চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা শেষের পর ধারাভাষ্যকারদের সাথে আলাপকালে যোশি জানিয়েছেন বাংলাদেশের বোলারদের এখনও বেশ কিছু জায়গায় উন্নতি করতে হবে।

বিশেষ করে ডট বলের মাধ্যমে প্রতিপক্ষকে চাপে ফেলার বিষয়টিকেই সাফল্যের মূল চাবিকাঠি বলে মনে করেন যোশি। টাইগারদের এই স্পিন বোলিং কোচ বলেন,
'টেস্ট ক্রিকেটে ধৈর্যশীল হওয়া জরুরী। এখানে কাজ করার জায়গা আছে অনেক। ডট বলের মাধ্যমে চাপ সৃষ্টি করা ও ধৈর্য ধারন করা জরুরী। সময়ের সাথে সাথে বোলাররা এটা শিখে যাবে।'
চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন লঙ্কানদের বিপক্ষে একেবারেই নাজুক অবস্থায় রয়েছে সাকিব বিহীন বাংলাদেশ। টাইগারদের প্রথম ইনিংসে ৫১৩ রানের জবাবে লঙ্কানরা ৯ উইকেটে ৭১৩ রানে ইনিংস ঘোষণা করে লঙ্কানরা।
এই টেস্টে সাকিবকে না পাওয়াটাকে দুর্ভাগ্যজনক হিসেবেই দেখছেন যোশি। তবে সাকিব না থাকায় তরুণ ক্রিকেটারদেরকে দায়িত্ব নিয়ে খেলা উচিৎ বলে মনে করেন তিনি। তার ভাষ্যমতে,
'এমন উইকেটে সাকিব খেলতে পারছেনা এটা আমাদের জন্য দুর্ভাগ্য। তরুণদের আসলে বুঝতে হবে ম্যাচের পরিস্থিতি কেমন। যেহেতু সাকিব নেই তাই তরুণদেরকেই উচিৎ এগিয়ে আসা। সানজামুল নতুন কিন্তু বাকিদেরকে আরও ভালো করতে হবে।'