সর্বোচ্চ রানের রেকর্ডে লঙ্কানরা

ছবি:

রানের এভারেস্ট কাকে বলে তার চাক্ষুষ উদাহরণই যেন দেখা যাচ্ছে চলমান চট্টগ্রাম টেস্টে। এখন পর্যন্ত বাংলাদেশের ৫১৩ রানের জবাবে শ্রীলঙ্কা যেভাবে ব্যাট করেছে তাতে করে কেউই এই টেস্টে বাংলাদেশের পক্ষে বাজি ধরার সাহস পাবে না তা হলফ করে বলা যায়।
টাইগারদের পাঁচশ ঊর্ধ্ব দলীয় স্কোরের জবাবে ৯ উইকেটে ৭১৩ রান নিয়ে ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা। এই রানের মধ্য দিয়ে পঞ্চম বারের মতো সাতশর বেশি রান করলো তারা। আর দলীয় সর্বোচ্চ রানের দিক থেকে যা যৌথভাবে পঞ্চম সর্বোচ্চ।

কেননা এর আগে ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে ৩ উইকেটে ৭১৩ রান নিয়েই ইনিংস ঘোষণা করেছিলো তৎকালীন অধিনায়ক মারভান আতাপাত্তুর দলটি।
একই বছর বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটে ৭৩০ রানে ইনিংস ঘোষণা করেছিলো শ্রীলঙ্কা। তার আগের সর্বোচ্চ রানটি ছিলো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ২০০৬ সালে কলম্বোতে ৫ উইকেটে ৭৫৬ রানের স্কোর গড়েছিলো লঙ্কানরা।
তবে তাদের দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডটি ৯৫২ রানের যা ভাঙ্গা পারতপক্ষে দুঃসাধ্যই বলতে হবে যেকোনো দলের পক্ষে। ১৯৯৯ সালে কলম্বোতে ভারতের বিপক্ষে রোশন মহানামা এবং জয়সুরিয়ার দারুণ ব্যাটিংয়ে এই স্কোর গড়েছিলো শ্রীলঙ্কা।