promotional_ad

চট্টগ্রাম টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ডে লঙ্কানরা

promotional_ad

বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বেশ ভালোভাবেই এগিয়ে আছে সফরকারি শ্রীলঙ্কা।  প্রথম ইনিংসে বাংলাদেশের ৫১৩ রানের জবাবে চতুর্থ দিন লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ৪ উইকেটে ৬১২ রান।


এই সংগ্রহ দাঁড়া করানোর সাথে সাথে একটি রেকর্ডেও নাম লিখিয়েছে লঙ্কানরা। এখন পর্যন্ত চট্টগ্রামের মাটিতে এটিই বাংলাদেশের বিপক্ষে যেকোনো দলের সর্বোচ্চ দলীয় স্কোর। 


শ্রীলঙ্কার আগে সর্বোচ্চ স্কোরের দিক থেকে তালিকার প্রথমে ছিলো ইংল্যান্ড। ২০১০ সালে চট্টগ্রামের মাটিতে ৬ উইকেটে ৫৯৯ রানে ইনিংস ঘোষণা করেছিলো ইংলিশরা।  


ইংলিশদের পর এই তালিকার তৃতীয়তে আছে পাকিস্তান। ২০১১ সালে ৫ উইকেটে ৫৯৪ রানে ইনিংস ঘোষণা করেছিলো তারা। এরপর চতুর্থ স্থানে আছে আবারো সেই শ্রীলঙ্কা।


২০১৪ সালে এই চট্টগ্রামের মাটিতেই ৫৮৭ রানে অলআউট হয়েছিলো লঙ্কানরা। পঞ্চম এবং ষষ্ঠ স্থানটি দখলে রয়েছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার। 



promotional_ad

২০০৮ সালে ৭ উইকেটে ৫৮৩ রানে ইনিংস ঘোষণা করেছিলো প্রোটিয়ারা। আর তার আগে ২০০৬ সালে ৪ উইকেটে ৫৮১ রান সংগ্রহ করেছিলো অস্ট্রেলিয়া। 


চট্টগ্রামের মাটিতে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ সংগ্রহ- 


১। শ্রীলঙ্কা- ৪/৬১২ (চলছে)- ২০১৮ সাল 


২। ইংল্যান্ড- ৫/৫৯৯- ২০১০ সাল


৩। পাকিস্তান- ৫/৫৯৪- ২০১১ সাল



৪। শ্রীলঙ্কা- ৫৮৭- ২০১৪ সাল 


৫। দক্ষিণ আফ্রিকা- ৭/৫৮৩- ২০০৮ সাল


৬। অস্ট্রেলিয়া- ৪/৫৮১- ২০০৬ সাল 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball