সুযোগ হাতছাড়া করার মাশুল দিচ্ছে টাইগাররা?

ছবি:

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে ৯ রানে পিছিয়ে আছে শ্রীলঙ্কা। তবে, হাতে ৭ উইকেট থাকায় বড় লিডের হুমকিই দিচ্ছে দলটি। উইকেটে আছেন দুই সেট ব্যাটসম্যান দীনেশ চান্দিমাল ও রোশান সিলভা। তাছাড়া হাতে আছে আরও ৭ উইকেট। এর আগে অবশ্য, প্রথম ইনিংসে বড় পূঁজিই জমা করেছিল টাইগাররা।
বাংলাদেশ দল প্রথম ইনিংসে অল আউট হয়েছিল ৫১৩ রানে। তবে, লঙ্কানদের সাবলীল ব্যাটিংয়ের সামনে সেই লক্ষ্য ছোটোই হয়ে দাঁড়িয়েছে। এখানে লঙ্কানদের ভাগ্যও সহায়তা করেছে। বেশ কিছু সহজ সুযোগ মিস করেছে বাংলাদেশ দল।
এমন কিছু সুযোগ বাংলাদেশ পেলে প্রথম ইনিংসের রানটা আরেকটু বড় হতো বলে মনে করেন বাংলাদেশ দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তবে নিবেদনে নিজেদেরই এগিয়ে রাখছেন এই টাইগার কোচ। বিশেষ করে টাইগার ব্যাটসম্যানদের প্রশংসায় ভাসিয়েছেন তিনি।

এই প্রসঙ্গে সুজন বলেন, ‘(নিবেদনে) ওরা এগিয়ে আমি বলব না। আমরাও ভালো ছিলাম। মুমিনুল অসাধারণ ছিল। মুশফিক দারুণ ছিল। তামিম-ইমরুল যেভাবে ব্যাট করেছে, আমরা দাপট দেখিয়েছি। রিয়াদ যখন টেল এন্ডারদের নিয়ে ব্যাট করল। নিবেদন মনে হয় না খারাপ ছিল। শ্রীলঙ্কা দারুণ ব্যাট করেছে। ওরাও আগ্রাসী ছিল, শট খেলেছে। সুযোগগুলো আমরা নিতে পারলে হয়ত অন্যরকম হতো। ওরা সুযোগ পেয়েছে, আমরা সেরকম পায়নি। ইমরুল যেমন রিভিউ নিলে বেঁচে যেত। এরকম কিছু পক্ষে থাকলে হয়ত আমরাও প্রথম ইনিংসে আরও বড় রান করতে পারতাম।’
শ্রীলঙ্কার ইনিংসের ভিত গড়ে দিয়েছেন লঙ্কান টপ অর্ডার ব্যাটসম্যান কুশল মেন্ডিস। তবে ফিরতে পারতেন শুরুতেই। ব্যক্তিগত ৪ রানে মেহেদী হাসান মিরাজের হাতে জীবন পেয়েছিলেন এই ব্যাটসম্যান। এরপর ৫৭ রানে আবার জীবন পেয়েছেন ইমরুলের হাতে।
লঙ্কানদের হয়ে অপরাজিত থাকা ব্যাটসম্যান রোশান সিলভাও জীবন পেয়েছেন ব্যক্তিগত ১ রানে। তার সহজ স্টাম্পিং মিস করেছেন টাইগার উইকেটরক্ষক লিটন কুমার দাস। উইকেটকে ব্যাটিং সহায়ক মানলেও বোলারদের কাছ থেকে আরও ভালো পারফরমেন্স আশা করেছিলেন টাইগার টেকনিক্যাল ডিরেক্টর।
‘টেস্ট ম্যচে জুটি বেধে বোলিং করা গুরুত্বপূর্ণ। আমার মনে হয় না কিছু সময় আমরা ভালো বোলিং করেছি। জুটি বেঁধে বোলিং ভালো ছিল না। পরিকল্পনা ছিল একদিক থেকে আমরা আক্রমণ করব, আরেকদিক থেকে রক্ষণাত্মক থাকব, সেটা হয়নি। আমরা খুব ভালো করিনি আসলে। খুব একটা সন্তুষ্ট নই আমি। উইকেট ব্যাটিংয়ে জন্য খুব ভালো। তার পরও আমরা আরও ভালো করতে পারতাম বোলিং।’