promotional_ad

জয়াবর্ধনেকে ছাড়িয়ে গেলেন ধনঞ্জয়া

promotional_ad

কোনো টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ৫১৩ রানের দলীয় স্কোর কম নয় মোটেই। কিন্তু সেই রানের জবাবে যখন প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানেরা প্রবল প্রতাপে বোলারদের তুলোধুনো করেন তখন এই পাঁচশ ঊর্ধ্ব রানকেও মামুলিই ঠাওর হয়।


আর এমন চিত্রই পরিলক্ষিত হচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার চলমান চট্টগ্রাম টেস্টে। প্রথম ইনিংসে দারুণ ব্যাটিং করে টাইগাররা ৫১৩ রানের বড় স্কোর গড়লেও বোলিংয়ে একেবারেই সুবিধা করতে পারেননি কেউই। 


লঙ্কানদের স্কোর বোর্ডের দিকে তাকালেই এর চাক্ষুষ প্রমাণ মেলে। টেস্টের তৃতীয় দিন লাঞ্চ বিরতির আগে মাত্র ১ উইকেট হারিয়ে ২৯৫ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। মূলত কুশল মেন্ডিস এবং ধনঞ্জয়া ডি সিলভার জোড়া শতকেই বড় স্কোরের পথে এগিয়ে যাচ্ছে সফরকারীরা।



promotional_ad

বিরতির আগে ১৭০ রান নিয়ে অপরাজিত আছেন ধনঞ্জয়া। অপরদিকে তার সঙ্গী মেন্ডিস করেছেন ১২৫ রান। এদিকে ডাবল সেঞ্চুরির অপেক্ষায় থাকা ধনঞ্জয়া ডি সিলভা ইতিমধ্যে একটি রেকর্ডও গড়ে ফেলেছেন।


নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম হাজার রান করার দিক থেকে তৃতীয়তে উঠে এসেছেন ২৬ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান। হাজার রানের মাইলফলকে পা রাখতে চট্টগ্রাম টেস্ট সহ মোট ২৩টি ইনিংস খেলেছেন ধনঞ্জয়া। 


এর আগে সর্ববপ্রথম এই মাইলফলকে পা রাখেন সাবেক লঙ্কান ব্যাটসম্যান রয় ডিয়াস এবং মাইকেল ভ্যানডর্ট। এই দুই ব্যাটসম্যানও অবশ্য সময় নিয়েছিলেন সমান ২৩টি ইনিংস। এরপর চতুর্থ এবং পঞ্চম স্থানে আছেন যথাক্রমে মাহেলা জয়াবর্ধনে এবং থিলান সামারাবিরা। তাদের সময় লেগেছিলো ২৪টি ইনিংস। 



 


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball